অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

৬ জানুয়ারি ২০২৫

অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

বিপিএলের গত আসরে ছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করেন নিয়মিত। কিন্তু এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজিই দলে নেয়নি মোসাদ্দেক হোসেন সৈকতকে। অবশেষে আসর শুরুর পর এই অলরাউন্ডারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

সোমবার মোসাদ্দেককে দলে নেওয়ার বিষয়টি জানায় ঢাকা। বিপিএলে দল না পাওয়ার পর নিজের হতাশার কথাও জানিয়েছিলেন মোসাদ্দেক। তবে আশায় ছিলেন একটি দল পাওয়ার। এবার তা পূরণ হওয়ায় এই সুযোগ কাজে লাগাতে চান তিনি।

সিলেটে দলের সঙ্গে অনুশীলনের পর সাংবাদিকদের মোসাদ্দেক বলেন, “আশা ছিল, হয়তো একটা সুযোগ আসতে পারে। সেটা যখন আসছে, অবশ্যই ভালো লাগছে। একটা সুযোগ নতুন করে আবার ভালো খেলার। এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে।

গত মৌসুমে বিপিএলে সময়টা একদমই ভালো যায়নি মোসাদ্দেকের। ম্যাচে রান করেছিলেন ৯১। বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়ার পাশাপাশি অধিনায়কত্বও হারিয়েছিলেন। তবে অতীত নিয়ে এখন আর ভাবছেন না তিনি।

একজন খেলোয়াড়ের একটা বছর বা মৌসুম খারাপ যেতেই পারে। ওটা নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমি চিন্তা করছি, এখানে যতটুকু ভালো খেলব, পরবর্তী দরজাগুলো খুলবে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতেও জয় পায়নি ঢাকা। সবগুলো ম্যাচেই হেরেছে বাজেভাবে। এমন অবস্থায় টুর্নামেন্টের মাঝপথে মোসাদ্দেককে দলে নেওয়ার কারণ জানান কোচ খালেদ মাহমুদ সুজন।

আমাদের অফ স্পিনার ছিল না। বাঁহাতি ব্যাটসম্যানরা এলে আমাদের বাঁহাতি স্পিনার বা পেসারদের ওপর নির্ভর করতে হয়। সে আসায় বৈচিত্র্য এলো বোলিংয়ে। টিম কম্বিনেশনের জন্যই এটা প্রয়োজন ছিল। 

মঙ্গলবার দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা।

মন্তব্য করুন: