পাকিস্তানকে গুঁড়িয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
৬ জানুয়ারি ২০২৫
ফলো-অনে পড়ে আগেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। ছিল ইনিংস হারের শঙ্কাও। তবে শান মাসুদ ও বাবর আজমের গড়ে দেওয়া ভিতে সেই শঙ্কা কাটায় তারা। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ১০ উইকেটে ম্যাচ জিতে টেস্ট সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা।
সোমবার কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন পাকিস্তানের দেওয়ার ৫৮ রানের লক্ষ্য ৪৩ বলে টপকে যায় প্রোটিয়ারা। স্বাগতিকদের রান পাহাড়ে চাপা পড়ে প্রথম ইনিংসে ১৯৪ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান ফলো-অনে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে করে ৪৭৮ রান।
পুরো ম্যাচে পাকিস্তান লড়াই করতে পেরেছে কেবল দ্বিতীয় ইনিংসেই। আগের দিন মাসুদ ও বাবরের ২০৫ রানের উদ্বোধনী জুটিতে ইনিংস হার এড়ানোর সম্ভাবনা জাগায় তারা। বাজে সময়কে পেছনে ফেলে বাবর প্রথম ইনিংসের পর এই ইনিংসেও তুলে নেন ফিফটি। ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু ৮১ রানে থামতে হয়ে ডানহাতি এই ব্যাটারকে। তাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মার্কো ইয়েনসেন।
১ উইকেটে ২১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা পাকিস্তান দশম ওভারে হারায় নাইটওয়াচম্যান খুররাম শেহজাদের উইকেট। কামরান গুলামও টেকেননি বেশিক্ষণ। তবে সৌদ শাকিলকে নিয়ে অর্ধশত রানের জুটি গড়ে দলকে টেনে নিতে থাকেন তৃতীয় দিন সেঞ্চুরি তুলে নেওয়া মাসুদ। কিন্তু চার বলের ভেতর দৃশ্যপট আবার বদলে দেন প্রোটিয়া বোলাররা। ৩২৯ রানেই তুলে নেন এই দুই ব্যাটারের উইকেট।
১৪৫ রান করে অধিনায়ক মাসুদ যখন ফেরেন তখনও পাকিস্তান পিছিয়ে ছিল ৯২ রানে, হাতে ছিল ৫ উইকেট। তবে ষষ্ঠ উইকেটে মোহম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার ৮৮ রানের জুটিতে ইনিংস হারের লজ্জা এড়ানোর একদম কাছে পৌঁছায় তারা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তারা ৫৭ রানের লিড পায়। প্রথম দিনই গোড়ালির গাঁটে চোট পাওয়ায় দুই ইনিংসেই ব্যাটিংয়ে নামেননি সাইম আইয়ুব।
ছোট লক্ষ্য তাড়ায় ডেভিড বেডিংহ্যাম ও এইডেন মারক্রামের ব্যাটে জয় পেতে অসুবিধা হয়নি দক্ষিণ আফ্রিকার। টি-টুয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে ৩০ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন বেডিংহ্যাম। মারক্রাম অপরাজিত থাকেন ১৪ রান।
এর আগে রায়ান রিকেলটনের ২৫৯, অধিনায়ক টেম্বা বাভুমার ১০৬ ও কাইল ভেরেইনার ১০০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৬১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
মন্তব্য করুন: