৮৬ রানের ইনিংস খেলে বাউন্ডারি বড় করতে বললেন তামিম

৭ জানুয়ারি ২০২৫

৮৬ রানের ইনিংস খেলে বাউন্ডারি বড় করতে বললেন তামিম

এবারের বিপিএলে কমবেশি প্রায় সব ম্যাচেই রানের দেখা মিলছে। ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করার পাশাপাশি বাউন্ডারির দৈর্ঘ্যও তুলনামূলক কমিয়ে আনা হয়েছে। এটি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তামিম ইকবাল। দুর্বার রাজশাহীর বিপক্ষে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে বিসিবিকে বাউন্ডারি বড় করার আহ্বান জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ১৫ বল উইকেট রেখেই পৌঁছে যায় বরিশাল। ৪৮ বলে ১১ চার ছক্কায় ৮৬ রান করে ম্যাচের সেরা হন তামিম।

সিলেট পর্বের আগে ঢাকা পর্বেও ছোট করে আনা হয়েছিল মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাউন্ডারি। তবে সিলেটে এই দৈর্ঘ্য কমানো হয়েছে একদম চোখে পড়ার মতো। দেশের অন্যান্য স্টেডিয়ামের মাঠের তুলনায় এখানকার মাঠ কিছুটা ছোট। তবে এরপরেও বাউন্ডারির সীমানার বাইরে অনেকখানি ফাঁকা জায়গা পড়ে আছে।

সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচে ছক্কা হয়েছে ৩১টি, যা বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ। সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য সহজেই তাড়া করে রংপুর। আর সিলেট পর্বের প্রথম দিনের দুই ম্যাচ মিলিয়ে মোট ছক্কা হয়েছে ৪৫টি।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে ছোট বাউন্ডারি নিয়ে নিজের অভিমত তুলে ধরে তামিম বলেন, “যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।

আগের আসরগুলোয় সবারই অভিযোগ থাকত পিচ নিয়ে। তামিম নিজেও পিচ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। তবে এবারের আসরের উইকেটের প্রশংসা করেন তিনিও। কিন্তু বোলারদের সুবিধার জন্য আবারও বাউন্ডারির দৈর্ঘ্য বড় করার আহ্বান জানান জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

উইকেট এবার এত ভালো কিউরেটরদের অনেক কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই। শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আমার আশা প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।

মন্তব্য করুন: