গতির পাশাপাশি ফিটনেস ধরে রাখার চেষ্টায় নাহিদ
৭ জানুয়ারি ২০২৫
গতির ঝড় তুলে অল্প সময়ের মধ্যেই দেশের ক্রিকেটে নিজের আলাদা পরিচয় বানিয়ে ফেলেছেন নাহিদ রানা। গত বছর জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় কাটানোর পর এবার বিপিএলেও বল হাতে আগুন ঝরাচ্ছেন। তরুণ ফাস্ট বোলার হওয়াতে তাকে নিয়ে আছে বাড়তি চিন্তাও। তবে ফিটনেস নিয়ে সচেতন থাকার কথা জানিয়েছেন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাহিদের পেস তোপে ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। দ্রুত সেই লক্ষ্য তাড়া করে টানা পঞ্চম জয় তুলে নেয় রংপুর। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদ। এই নিয়ে পাঁচ ম্যাচে দ্বিতীয়বার ম্যাচসেরার পুরস্কার জিতলেন তিনি।
গত বছর আগস্ট থেকে টানা ক্রিকেটের মধ্যে আছেন ২২ বছর বয়সী এই পেসার। পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ভারতের মাটিতে খেলেন একটি টেস্টে। এরপর ঘরের মাঠে সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেন একটি টেস্ট। এর মাঝে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে এবং বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেন দুটি ওয়ানডে।
ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ফিটনেসের বিষয়ে জানতে চাওয়া হলে নাহিদ বলেন, “আলহামদুলিল্লাহ (শরীর) অনেক ভালো। রংপুর আমাকে সুযোগ দিয়েছে। আমি তা কাজে লাগিয়েছি। বাইরে থেকে ফিটনেস, অনুশীলনে মনোযোগ, কোচ-ট্রেনাররা সবাই অনেক সাহায্য করে। আমি তা মাঠে কাজে লাগাতে চেষ্টা করছি।”
“মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, ক্রিকেট খেলতে নামে চোটে পড়তে হয়।... বিসিবি যে শিডিউল দিছে সব মেনে চলার চেষ্টা করছি। বায়েজিদ ভাই (জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম) আছে। উনার সাথে যোগাযোগ হয়। রংপুর দলে সজীব ভাই আছে। সবার সাথেই কথা হয়। দেখুন আমি শেষ ওয়ানডে ম্যাচ খেললাম ওয়েস্ট ইন্ডিজে। মাঝে গ্যাপ ছিল। তখন প্ল্যান দিয়েছিল, ফিটনেস এবং ম্যাচের। এভাবে ফিটনেস করবা, ম্যাচ খেলবা। বিসিবিও বলেছে আমার বডি ঠিক আছে। আমিও ভেবেছি ঠিক আছে।”
রংপুরের হয়ে এবারের আসরে এখন পর্যন্ত ৯ উইকেট শিকার করেছেন নাহিদ। উইকেট শিকারীর তালিকায় সতীর্থ খুশদিল শাহর সঙ্গে যৌথভাবে আছেন তালিকার দুই নম্বরে। ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ।
মন্তব্য করুন: