এবার উইকেটের পেছনে শান্ত
৭ জানুয়ারি ২০২৫
কয়েক সপ্তাহ আগে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টিতে অফস্পিন বোলিং করে এক উইকেট শিকার করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার বিপিএলে বাঁহাতি এই ব্যাটারের নতুন পরিচয় পাওয়া গেল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালের উইকেট-কিপারের দায়িত্ব পালন করছেন তিনি।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলছেন শান্ত।
ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচে বরিশালের নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম চোট পাওয়ায় সিলেট পর্বের প্রথম ম্যাচে তিনি কিপিং করতে পারেননি। দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে বাড়তি উইকেটরক্ষক নেওয়ার জন্য একাদশ থেকে বাদ পড়েছিলেন শান্ত। তবে পরের ম্যাচেই উইকেটকিপার হিসেবে একাদশে ফিরেছেন তিনি।
বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই সব জায়গায় খেলে আসছেন শান্ত। কালেভদ্রে ডানহাতি অফস্পিনও করে থাকেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। তবে আনুষ্ঠানিকভাবে উইকেটকিপারের ভূমিকায় এবারই প্রথম খেলছেন তিনি।
মন্তব্য করুন: