হৃদয়-মায়ার্স ঝড়ে সিলেটকে হারাল বরিশাল

৭ জানুয়ারি ২০২৫

হৃদয়-মায়ার্স ঝড়ে সিলেটকে হারাল বরিশাল

রিশাদ হোসেনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে অল্পতেই আটকে গিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল ফরচুন বরিশাল। তবে এরপর কাইল মায়ার্স ও তাওহিদ হৃদয় যা শুরু করলেন, তাতে টিকতেই পারল না প্রতিপক্ষ কোনো বোলার। এই দুই ব্যাটারের তাণ্ডবে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রিশাদের ঘূর্ণির সঙ্গে জাহানদাদ খানের পেস তোপে ১২৫ রানে গুটিয়ে যায় সিলেট। জবাবে প্রথম দুই ওভারে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল স্বাগতিক বোলাররা। কিন্তু তৃতীয় উইকেটে মায়ার্স ও হৃদয়ের ১১৬ রানের বিধ্বংসী জুটিতে ১০ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছায় বরিশাল।

আগের ম্যাচে ২০৫ রান করা সিলেট এদিন বরিশাল বোলারদের সামনে তেমন সুবিধা করতে পারেনি। ৩ উইকেটে ৭৬ রানে থাকা দল পরের ৪৯ রান যোগ করতেই হারায় বাকি ৭ উইকেট। এ সময় সামনে থেকে নেতৃত্ব দেন রিশাদ।

ঢাকা পর্বে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া এই লেগ স্পিনার সিলেট পর্বে নিজের দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরেন দারুণভাবে। ৪ ওভার বোলিং করে ১ মেইডেনে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তাকে সঙ্গ দিয়ে ৩টি উইকেট নেন জাহানদাদও।

রান তাড়ায় প্রথম বলেই সাজঘরে ফেরেন আগের ম্যাচে ৮৬ রান করা তামিম। পরের ওভারে তানজিম হাসান সাকিবের শিকার হয়ে ফেরেন শান্ত। উইকেটকিপারের ভূমিকায় দলে ফেরা বাঁহাতি এই ব্যাটার ৪ রানের বেশি করতে পারেননি।

এরপরই সিলেটের ওপর তাণ্ডব শুরু করেন মায়ার্স ও হৃদয় জুটি। চার-ছক্কার পসরা সাজিয়ে ৫১ বলে গড়েন ১১৬ রানের জুটি। তবে মায়ার্স ফিফটি তুলে নেওয়ার আগে সাজঘরে ফেরেন হৃদয়। ৪৮ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফেরান তানজিম। পরের বলে বাউন্ডারি মেরে দলকে জেতান জাহানদাদ।

৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে বরিশাল। ৩ ম্যাচের সবকটিতে হেরে টেবিলের তলানিতে আছে সিলেট। টানা ৫ ম্যাচ জিতে তালিকার শীর্ষে রংপুর রাইডার্স।

মন্তব্য করুন: