আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে পরামর্শক ইউনিস

৮ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে পরামর্শক ইউনিস

পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য আফগানিস্তান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিস খানকে। পাকিস্তানের সাবেক এই তারকা ব্যাটার টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন।

বুধবার এক বিবৃতিতে ইউনিসকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এর আগে ২০২২ সালে ১৫ দিনের জন্য দেশটির ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন ইউনিস।

আইসিসির বড় আসরগুলোর আগে স্বাগতিক দেশগুলোর সাবেকদের পরামর্শের ভূমিকায় দায়িত্ব দিয়ে আসছে আফগানিস্তান। গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান তারকা ডোয়েইন ব্রাভোকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিল তারা। সেবার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল আফগানরা। তারও আগে ভারতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই দায়িত্বে ছিলেন দেশটির সাবেক ওপেনার অজয় জাদেজা। 

এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান-সংগ্রাহক ইউনিসকেও নিয়োগ দিল আফগানিস্তান। পাকিস্তানের হয়ে ১১৮ টেস্টে ৫২ দশমিক ০৫ গড় ৩৪ সেঞ্চুরিতে ইউনিসের রান ১০ হাজার ৯৯। অন্যদিকে ২৬৫ ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটারের রান হাজার ২৪৯। তার নেতৃত্বে ২০০৯ সালে নিজেদের একমাত্র টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান।

মন্তব্য করুন: