ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে বোল্যান্ড
৮ জানুয়ারি ২০২৫
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তিনটিতে মাঠে নেমেছিলেন স্কট বোল্যান্ড। সবগুলোতেই বল হাতে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে বড় অবদান রেখেছিলেন তিনি। ডানহাতি এই পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিডনি টেস্ট জিতে ১০ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। আর ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন বোল্যান্ড।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে যৌথভাবে নয় নম্বরে আছেন বোল্যান্ড। ৭৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ডানহাতি এই পেসার জায়গা ভাগাভাগি করছেন ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ইনিংসে ১৩ দশমিক ১৯ গড়ে ২১ উইকেট নিয়ে সিরিজের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন বোল্যান্ড। সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্সে দুই ইনিংস মিলিয়ে ৮৬ রানে নেন ১০ উইকেট। তার নৈপুণ্যে এই ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
আগে থেকেই বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা যশপ্রীত বুমরাহ এবার নিজেকে নিয়ে গেছেন আরও উঁচুতে। ভারতীয় বোলারদের মধ্যে রেকর্ড ৯০৮ রেটিং পয়েন্ট বিশ্বের এক নম্বর এই টেস্ট বোলারের। সিরিজে ১৩ দশমিক ০৬ গড়ে তিনি উইকেট নেন ৩২টি।
অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে উপরে উঠেছেন প্যাট কামিন্স ও কাগিসো রাবাদা। ভারতের বিপক্ষে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ উইকেট নেওয়া অজি অধিনায়ক কামিন্স আছেন তালিকার দুইয়ে। তিনে থাকা রাবাদা পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে নিয়েছেন ৮ উইকেট।
চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের মাঝপথ থেকে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউড দুই ধাপ নেমে আছেন তালিকার চারে। পঞ্চম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়েনসেন।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ উপরে উঠে তালিকার ছয় নম্বরে আছেন টেম্বা বাভুমা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন প্রোটিয়া অধিনায়ক। একই ইনিংসে ২৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ৪৮ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন রায়ান রিকেলটন। এই ম্যাচে দুই ইনিংসে ৫৮ ও ৮১ রান করে পাঁচ ধাপ এগিয়ে ১২ নম্বরে আছেন বাবর আজম।
অন্যদিকে সিডনি টেস্টে ৪০ ও ৬১ রানের দুটো ইনিংস খেলে আবারও সেরা দশে ঢুকেছেন রিশাভ পান্ত। তিন ধাপ এগিয়ে ভারতের এই উইকেটকিপার ব্যাটার আছেন নয় নম্বরে। সিরিজ জুড়ে হতাশাজনক পারফর্ম করা বিরাট কোহলি নেমে গেছেন তালিকার ২৭ নম্বরে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। এক ও দুই নম্বরে আছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক। তিনে কেইন উইলিয়ামসন। চতুর্থ স্থানে আছেন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান-সংগ্রাহক যশস্বী জয়সোয়াল। পাঁচ নম্বরে আছেন সেই সিরিজের সর্বোচ্চ রান-সংগ্রাহক ট্র্যাভিস হেড।
মন্তব্য করুন: