জাতীয় দলে ফেরার বিষয়ে সবাইকে অপেক্ষায় রাখলেন তামিম

৮ জানুয়ারি ২০২৫

জাতীয় দলে ফেরার বিষয়ে সবাইকে অপেক্ষায় রাখলেন তামিম

প্রায় দেড় বছর হলো জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। আগামী মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস বাঁহাতি এই ওপেনার বাংলাদেশের হয়ে খেলবেন কি না – এ বিষয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে আগ্রহের শেষ নেই। এ বিষয় নিয়ে সাবেক এই অধিনায়কের সঙ্গে দিনভর আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি তামিম।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য আইসিসির কাছে দল জমা দেওয়ার শেষ দিন আগামী রোববার। ফলে জাতীয় দলে ফেরার বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যেই তামিমের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

বুধবার সিলেটে ফরচুন বরিশালের টিম হোটেলে তামিমের সঙ্গে আলোচনায় বসেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক কমিটি। দুদফা আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচক লিপু। 

তামিমের ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক। এ ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত।

বাংলাদেশের জার্সিতে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন তামিম। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। এরপর একই বছর ডিসেম্বরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান এই দেশসেরা ওপেনার।

জাতীয় দলে ফেরার জন্য ঘনিষ্ঠজনদের সঙ্গে পরামর্শের জন্য তামিম সময় নিয়েছেন বলে ইঙ্গিত দিয়ে প্রধান নির্বাচক বলেন, “একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এ সমস্ত ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ-আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়।

আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে, সময় আছে, তাকে সময় নিতে দেই, তাড়াহুড়োর কিছু নেই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, আমাদের প্রাথমিক আলোচনা আমরা সেরে নিয়েছি। যেহেতু আমি বললাম ব্যাপারটা আলোচনা করেছি, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সে সিদ্ধান্তের জন্য তামিম ইকবালকে একটু সময় দিতে হবে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ গ্রুপে বাংলাদেশ সঙ্গী হিসেবে পেয়েছে ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডকে। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।

মন্তব্য করুন: