চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা এখনও অনিশ্চিত
৮ জানুয়ারি ২০২৫
ভারতের মাটিতে টেস্ট সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ঘরের মাঠে এসে নিজের বিদায়ী টেস্ট খেলতে পারেননি এই বাঁহাতি অলরাউন্ডার। এরপর অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা নিয়ে নিষেধাজ্ঞায় আছেন তিনি। সব মিলিয়ে আগামী মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব খেলতে পারবেন কি না – তা এখনও অনিশ্চিত।
গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় সাকিব জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাওয়ার কথা।
তবে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের খেলার বিষয়টি এখন নির্ভর করছে সরকারের ওপরও। সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে দলে পেতে আরেক দফা চেষ্টা চালাবেন তিনি।
অন্যদিকে গত সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণিত হওয়ার পর থেকে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব। ইংল্যান্ডে এক দফায় বোলিং পরীক্ষা দেওয়ার পর চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে সেখানে উতরাতে পারেননি তিনি। এরপর চেন্নাইয়েই আরও একবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন বাঁহাতি এই স্পিনার, যার ফল এখনও আসেনি।
বুধবার সিলেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে তামিম ইকবালের সঙ্গে আলোচনায় বসেন লিপু নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এর পর সংবাদ সম্মেলনে উঠে আসে সাকিবের প্রসঙ্গটিও।
পাকিস্তানে অনুষ্ঠিত আসরে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে, তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য অ্যাভেইলঅ্যাবল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি।”
তবে সাকিবের দ্বিতীয় দফায় বোলিং পরীক্ষার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি লিপু। তাই আপাতত সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার ফল হাতে পাওয়ার অপেক্ষায় আছেন তারা।
“সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, এটা বেশ অবাক করেছে। আমাকে নিশ্চিত হতে হবে, তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কি না… এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।”
“যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন (বোলিং পরীক্ষায়)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। প্রতিটি মিনিটই হয়তো গুরুত্বপূর্ণ, আশা করি এক-দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।”
মন্তব্য করুন: