আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল

৮ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল

নিউ জিল্যান্ডের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২২ সালের অক্টোবরে। এরপর জাতীয় দলে আর সুযোগ না হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোয় খেলে বেড়াচ্ছেন মার্টিন গাপটিল। এবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই মারকুটে ব্যাটার।

বুধবার নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এক বিবৃতিতে জাতীয় দল থেকে নিজের বিদায়ের কথা জানান গাপটিল। দেশটির ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে জাতীয় দলের জার্সি তুলে রাখলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

বিদায়ী বার্তায় গাপটিল বলেন, “ছোট থেকেই আমার সবসময় স্বপ্ন ছিল নিউ জিল্যান্ডের হয়ে খেলা। দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান ও গর্বিত মনে করি। এই জার্সি গায়ে একদল অসাধারণ ব্যক্তিদের সঙ্গে খেলার স্মৃতি আমি আজীবন স্মরণ করব।

২০০৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গাপটিল। অভিষেক ম্যাচেই খেলেন ১২২ রানের অপরাজিত এক ইনিংস। ১৯৮ ম্যাচে ৪১ দশমিক ৭৩ গড় ও ১৮ সেঞ্চুরিতে দলের হয়ে রান করেছেন ৭ হাজার ৩৪৬। রান সংগ্রহের দিক দিয়ে তার ওপরে আছেন রস টেইলর (৮ হাজার ৬০৭ রান) ও স্টিফেন ফ্লেমিং (৮ হাজার ৭ রান)।

দেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের মালিকও গাপটিল। ঘরের মাঠে ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ছিলেন ২৩৭ রানে।

অন্যদিকে টি-টুয়েন্টিতে এখনও নিউ জিল্যান্ডের সর্বোচ্চ রান-সংগ্রাহক ডানহাতি এই ব্যাটার। ১২২ ম্যাচে ৩১ দশমিক ৮১ গড় ও ২ সেঞ্চুরিতে তার রান ৩ হাজার ৫৩১।

তবে সাদা বলের ক্রিকেটের মতো টেস্ট ক্রিকেটে খুব একটা আলো ছড়াতে পারেননি গাপটিল। ২০১৬ সালের পর এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি। ৪৭ টেস্টে ৩ সেঞ্চুরিতে রান করেছেন ২ হাজার ৫৮৬, গড় ২৯ দশমিক ৩৮।

নিউ জিল্যান্ডের হয়ে সবশেষ প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের বিপক্ষে, টি-টুয়েন্টিতে। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচে ৩৪ রান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি।

বর্তমানে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে অকল্যান্ডের হয়ে খেলছেন গাপটিল।

মন্তব্য করুন: