খুলনাকে হারিয়ে ২ ম্যাচ পর রাজশাহীর জয়
১০ জানুয়ারি ২০২৫
ইয়াসির আলী রাব্বী ও আকবর আলীর ব্যাটে বড় সংগ্রহ পেয়েছিল দুর্বার রাজশাহী। রান তাড়ায় নেমে প্রতিপক্ষ বোলারদের সামনে তেমন কোনো সুবিধাই করতে পারেনি খুলনা টাইগার্সের ব্যাটাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে * রানের জয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রাজশাহী।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মিডল-অর্ডারদের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় আনামুল হক বিজয়ের দল। জবাবে ৩ বাকি থাকতে খুলনা অলআউট হয় ১৫০ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই পায় রাজশাহী। মোহাম্মদ হারিস ও জিশান আলমের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৪ রান। তবে ২৭ রান করা হারিস ফিরতেই যেন খেই হারিয়ে ফেলে তারা। পরের ২৩ রান যোগ করতে রাজশাহী হারায় বিজয় (৭), মেহরাব হাসান (৫) ও জিশানের উইকেট (২৩)।
৬৭ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলকে টেনে তুলতে জুটি গড়েন রায়ান বার্লকে নিয়ে জুটি গড়েন ইয়াসির। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ৫১ বলে ৮৮ রান। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪১ রান করা ইয়াসিরকে বোল্ড করে এই জুটি ভাঙেন আবু হায়দার রনি।
ইনিংসের শেষ ১০ বলে খুলনার ওপর তাণ্ডব চালান আকবর। ৯ বলে ৩ চার ও ১ ছক্কার ইনিংসে ডানহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ২১ রানে। বার্ল অপরাজিত থাকেন ২৯ বলে ৪৮ রানে।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। প্রথম ওভারে উইলিয়াম বোসিস্টোকে (৬) তুলে নেন জিশান। এরপর ইনিংসের চতুর্থ ওভারে ১ রান করা খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ফেরান তাসকিন আহমেদ।
এরপর তৃতীয় ও চতুর্থ উইকেটে আফিফ হোসেন নাঈম শেখ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দুটো ত্রিশোর্ধ রানের জুটি গড়লেও তা দলের কোনো কাজে আসেনি। ৩০ বলে দলীয় সর্বোচ্চ ৩৩ রান করা আফিফ ফেরার পর আর কেউ দলের হাল ধরতে পারেনি। শেষ ওভারে নিজের দ্বিতীয় শিকার ধরে খুলনার ইনিংস শেষ করেন তাসকিন।
৫ ম্যাচে ২ জয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে রাজশাহী। অন্যদিকে ৩ ম্যাচে ১ হারে চতুর্থ স্থানে খুলনা।
মন্তব্য করুন: