২৩ ইনিংস পর লিটনের ফিফটি

১০ জানুয়ারি ২০২৫

২৩ ইনিংস পর লিটনের ফিফটি

জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট – ব্যাট হাতে রান করতে যেন ভুলেই গিয়েছিলেন লিটন দাস। ক্রমাগত ব্যর্থতায় ফিফটি তো দূরের কথা, ধারাবাহিকভাবে রানই তুলতে পারছিলেন না ডানহাতি এই ব্যাটার। অবশেষে সেই খরা কাটিয়েছেন তিনি। সব ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেট মিলিয়ে ২৩ ইনিংস পর বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে পঞ্চাশের দেখা পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪৩ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন। তার ব্যাটে ভর করে এবারের বিপিএলে নিজেদের সর্বোচ্চ ৬ উইকেটে ১৯৩ রানের দলীয় সংগ্রহ পায় ঢাকা।

ঢাকার সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিলেন লিটন। এ ম্যাচ দিয়ে দলে ফিরেই ২৯ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত তার ১০ চার ও ১ ছক্কার ইনিংসটি থামে রাকিম কর্নওয়েলের বলে এলবিডাব্লিউ হয়ে।

সব ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেটে লিটন সবশেষ পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন পাকিস্তানের বিপক্ষে গত আগস্টে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে তার ফিফটিকে রূপ সেঞ্চুরিতে রূপ দিয়ে থামেন ১৩৮ রানে।

এরপর থেকেই যেন শুধু হতাশা। ভারতের মাটিতে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটেই ব্যাট হাতে সমর্থকদের হতাশ করেন লিটন। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব পালন করলেও ব্যাট হাতে করেন মাত্র ১৭ রান। এর মধ্যে প্রথম ম্যাচে ফেরেন রানের খাতা খোলার আগেই। 

বিপিএলের একাদশ আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩১ রানের ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিলেও পরের তিন ম্যাচে ছিলেন পুরোপুরি ব্যর্থ। একবারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

এই ফরম্যাটে লিটনের সবশেষ ফিফটি ছিল গত বছর জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে। আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

মন্তব্য করুন: