আন্তর্জাতিক ক্রিকেট ‘অধ্যায় শেষ’ করলেন তামিম
১০ জানুয়ারি ২০২৫
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল। চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে দলে পেতে দু’দিন আগেও তার সঙ্গে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। আলোচনা শেষে প্রধান নির্বাচক জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন দেশসেরা ওপেনার। এবার সে সিদ্ধান্ত জানিয়েই দিয়েছেন তিনি। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন না তামিম।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেইজে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।
“আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।”
আগামী মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অভিজ্ঞ এই ওপেনারকে দলে পেতে গত বুধবার তার সঙ্গে দু’দফায় আলোচনায় বসেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আলোচনা শেষে প্রধান নির্বাচক জানান, জাতীয় দলে ফেরার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নির্বাচকদের ডাকে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের মনোযাগ বিঘ্ন হোক এমন কোনো কিছু হতে দিতে চান না জানিয়ে জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেন, “এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।”
অধিনায়ক ও নির্বাচকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম বলেন, “অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।”
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সবশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তামিম।
মন্তব্য করুন: