বিগ ব্যাশে প্রত্যাবর্তনের ম্যাচে স্মিথের সেঞ্চুরি
১১ জানুয়ারি ২০২৫
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট হাতে বাজে সময়কে পার করেছিলেন স্টিভ স্মিথ। এবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির আসর বিগ ব্যাশে প্রত্যাবর্তনের ম্যাচে পার্থ স্করচর্সের বিপক্ষে হাঁকিয়েছেন দুর্দান্ত এক শতক।
রোববার ঘরের মাঠে স্মিথের অপরাজিত ১২১ রানের ওপর ভর করে ৩ উইকেটে ২২০ রানের সংগ্রহ পায় সিডনি সিক্সার্স। জবাবে পার্থের ইনিংস থামে ৭ উইকেটে ২০৬ রানে। ১৪ রানে জয়ে তিন ম্যাচ পর জয় নিয়ে মাঠ ছাড়ে সিডনি।
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির আগে ২০২৪ সালে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যায়নি স্মিথের। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের কোথাও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছিলেন না এই তারকা ব্যাটার। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেও ছিলেন ব্যর্থ। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টে দুর্দান্ত দুটি শতক হাঁকিয়ে আবারও রানে ফেরেন তিনি।
বিগ ব্যাশে প্রত্যাবর্তনের ম্যাচে ওপেনিংয়ে নেমে শুরুটা দেখেশুনেই করেন স্মিথ। তবে ৩৬ বলে ফিফটি পূর্ণ করার পরই খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন তিনি। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৫৮ বলে তুলে নেন বিগ ব্যাশে নিজের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত তার ৬৪ বলের ইনিংসটি সাজান ১০ চার ও ৭ ছক্কায়।
আগামী ২৯ জানুয়ারি শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে বিগ ব্যাশে আরও দুটি ম্যাচ খেলার কথা আছে স্মিথের। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সেই সিরিজে আবারও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
মন্তব্য করুন: