আবারও পাকিস্তান টেস্ট দলে উপেক্ষিত শাহিন

১১ জানুয়ারি ২০২৫

আবারও পাকিস্তান টেস্ট দলে উপেক্ষিত শাহিন

গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। এরপর সাদা বলের ক্রিকেটে বাঁহাতি এই পেসার পাকিস্তান দলে ফিরলেও ডাক পাননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দলের বাইরে থাকছেন তিনি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শনিবার শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লেগ-স্পিনার আবরার আহমেদের সঙ্গে ফিরেছেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতানো অফ-স্পিনার সাজিদ খান।

দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে মোট সাতটি পরিবর্তন এসেছে এই দলে। বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, আমের জামাল ও মীর হামজাকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা জানিয়ে এই চার পেসারকে বিশ্রাম দেওয়ার কথা জানায় পিসিবি।

ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারের পর পাকিস্তান দল থেকে শহিনের সঙ্গে বাদ পড়েছিলেন বাবর আজম ও নাসিম। এই দুই ক্রিকেটার পরবর্তীতে টেস্টে ফিরলেও অপেক্ষা বাড়ল শাহিনের।

আগামী ১৭ জানুয়ারি মুলতানে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। একই মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট ২৫ জানুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দল:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নোমান আলী, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাজিদ খান, সালমান আলী আগা।

মন্তব্য করুন: