উত্তীর্ণ হতে পারেননি সাকিব, নিষিদ্ধ থাকছে বোলিং
১১ জানুয়ারি ২০২৫
চেন্নাইয়ে দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধই থাকছে বাঁহাতি এই স্পিনারের বোলিং। খেলতে পারবেন শুধু ব্যাটার হিসেবে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের বোলিং অ্যাকশনে উত্তীর্ণ হতে না পারায় বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরীক্ষার ফল এমন সময় হাতে এল যখন চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল জমা দেওয়ার বাকি মাত্র এক দিন।
গত বুধবার সিলেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, বোলিং অ্যাকশন পরীক্ষার ফল হাতে পাওয়ার পর চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিবের থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহ্যামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, সাকিব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ইসিবির আয়োজিত কোনো ক্রিকেট টুর্নামেন্টে তিনি বোলিং করতে পারবেন না।
এরপর আইসিসি বিধি অনুযায়ী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিংয়ের অযোগ্য হয়ে পড়েন। বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে আবার পরীক্ষা দেন সাকিব। এ পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধই থাকছে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের বোলিং।
বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করবে না বলে জানায় বিসিবি।
মন্তব্য করুন: