সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ
১২ জানুয়ারি ২০২৫
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের। বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
রোববার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। শান্ত ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে না পারা মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। পরিবারিক কারণ ওই সিরিজে না খেলা পেসার মুস্তাফিজুর রহমানও দলে রয়েছেন।
সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ব্যাট হাতে ধুকছেন লিটন। শেষ সাত ইনিংসের মধ্যে ছয়বারই দুই অঙ্ক স্পর্শ করার আগেই সাজঘরে ফেরেন তিনি। এর মধ্যে তিনবার ফেরেন রানের খাতা খোলার আগেই।
সাকিবকে দলে পাওয়ার ক্ষেত্রে তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফল হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শনিবার রাতে বিসিবি জানায়, দ্বিতীয় দফার বোলিং পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। শুধু ব্যাটার হিসেবে তাকে খেলানোর জন্য বিবেচনা না করায় শেষ পর্যন্ত দেশসেরা এই ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ।
গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলে আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্তর দল।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: