খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়
১২ জানুয়ারি ২০২৫
ব্যাট হাতে ভিতটা গড়ে দিয়েছিলেন রনি তালুকদার ও জাকির হাসান। বল হাতে বাকি কাজটুকু সারলেন তানজিম হাসান সাকিব ও রুয়েল মিয়া। আর এতেই খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রনির ৫৬ ও জাকিরের অপরাজিত ৭৫ রানের ওপর ভর করে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় সিলেট। জবাবে তানজিম, রুয়েল ও রিস টপলির দুটি করে উইকেট শিকারে খুলনার ইনিংস থামে ৯ উইকেটে ১৭৪ রানে।
নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে এবারের আসর শুরু করা সিলেট টানা দুই ম্যাচে জয় পেল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত ম্যাচে ৫৮ রান করে জয়ের নায়ক জাকির এদিনও হন ম্যাচসেরা। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে এই উইকেটকিপার-ব্যাটার ৪৬ বলের ইনিংসটি সাজান ৬ ছক্কা ও ৩ চারে।
টস হেরে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে থাকা দলের হাল ধরতে পঞ্চম ওভারে ক্রিজে আসেন জাকির। তৃতীয় উইকেটে রনিকে নিয়ে ১০৬ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার পাশাপাশি বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। শেষ দিকে অ্যারন জোন্সের ৬ বলে ২০ এবং অধিনায়ক আরিফুল হকের ১৩ বলে ২১ রানে বড় সংগ্রহ পায় সিলেট।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি খুলনার। পাওয়ারপ্লের ভেতর ৪৭ রানে মেহেদী হাসান মিরাজের দল হারায় ৩ উইকেট। ১৪ বলে ১৫ রান করা মিরাজকে ফেরান রুয়েল। এক প্রান্ত আগলে রাখা উইলিয়াম বোসিস্টো ৪৩ রান করলেও খেলেন ৪০ বল।
তবে মোহাম্মদ নাওয়াজ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটে জয়ের কিছুটা আশা জেগেছিল খুলনার। কিন্তু শুরুর দিকের বেশি বল নষ্ট করায় শেষ দিকে তা আর কাটিয়ে উঠতে পারেনি তারা।
৫ ম্যাচে ২ জয়ে তালিকার ছয় নম্বরেই থাকল সিলেট। এক ম্যাচ কম খেলা খুলনা ৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
মন্তব্য করুন: