নিউ জিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করলেন স্যান্টনার
১২ জানুয়ারি ২০২৫
গত কয়েকটি আইসিসির টুর্নামেন্ট থেকে ভিন্ন আঙ্গিকে দল ঘোষণা করে আসছে নিউ জিল্যান্ড। এবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণাতেও ছিল নতুনত্ব। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত আসরের জন্য কিউই স্কোয়াড ঘোষণা করেন অধিনায়ক মিচেল স্যান্টনার নিজেই।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে একে একে দলের ১৫ সদস্যদের পরিচয় করিয়ে দেন সম্প্রতি পূর্ণ মেয়াদে নিউ জিল্যান্ডের সাদা বলের নেতৃত্ব পাওয়া এই অলরাউন্ডার।
নিউ জিল্যান্ডের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। এরপর ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্যও ভিন্ন আঙ্গিকে দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। এবার নির্বাচকের ভূমিকায় দুই জন ছোট ছেলে ও মেয়ে দল ঘোষণা করেন। এবার দেখা গেল, ফাঁকা গ্যালারির একটি চেয়ারে এসে বসে দলের সদস্যদের নাম বলা শুরু করেন স্যান্টনার।
“আমি মিচেল স্যান্টনার এবং পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এটি আমাদের দল…।”
এ সময় একেকজনের নামের আগে কোনো বিশেষণ কিংবা ছোট করে পরিচয় তুলে ধরেন তিনি। যেমন স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ‘দা বিস্ট’, লকি ফার্গুসন ‘গাই হু ইজ গট অ্যা রকেট ইন হিম- দা থান্ডারবোল্ট।’
মার্ক চ্যাপম্যানের নাম ঘোষণার সময় বলেন, পাকিস্তান সফরে যেতে কখনোই আপত্তি নেই। শেষ দিকে নতুন একজন উঠতি ক্রিকেটার, যিনি বেশ কিছুদিন ধরে দলের সঙ্গে আছেন – এভাবে মজা করে কেইন উইলিয়ামসনের নাম ঘোষণা করেন স্যান্টনার।
আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনই স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড। ‘এ’ গ্রুপে কিউইদের বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও ভারত।
টুর্নামেন্ট শুরুর আগে একই দল নিয়ে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউ জিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফি ও তৃতীয় দেশীয় সিরিজে নিউ জিল্যান্ড দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (অধিনায়ক), ড্যারিল মিচেল, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
মন্তব্য করুন: