চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে শঙ্কা
১২ জানুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসের চোটের কারণে ম্যাচের বাকি অংশে খেলতে পারেননি যশপ্রীত বুমরাহ। দলের তারকা পেসারের এই চোট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা কম বুমরাহর।
গত ৫ জানুয়ারি শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বোলিংয়ের সময় পিঠে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বুমরাহ। সেদিনই ম্যাচ চলাকালীন স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দ্বিতীয় ইনিংসে আর বোলিংয়ে নামেননি সেই ম্যাচে দলের অধিনায়কের দায়িত্ব পালন করা এই পেসার। শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ হেরে ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারে ভারত।
চোট থেকে সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি বুমরাহকে।
রোববার আলাদা আলাদা প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পিঠের চোটের কারণে বুমরাহকে বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তার সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, মার্চের প্রথম সপ্তাহ নাগাদ চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন বুমরাহ। ফলে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অভিজ্ঞ এই পেসারকে পাবে না ভারত। দুবাইয়ে আগামী ২ মার্চ নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে রোহিত শর্মার দল।
অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার মতে, কেবল গ্রুপ পর্ব নয়, পুরো টুর্নামেন্টই মিস করতে পারেন বুমরাহ।
আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির দল জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, রোববার। তবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই দলে পরিবর্তন আনা যাবে। এই সময়ের মধ্যে বুমরাহর সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাকে খেলানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে ভারতীয় নির্বাচকরা।
অস্ট্রেলিয়ার মাটিতে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে ভারতকে প্রায় একই টেনে নিয়ে গেছেন বুমরাহ। ৩২ উইকেট নিয়ে হন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। ৯ ইনিংসে ১৫১ ওভার ২ বল করেন তিনি। এর মধ্যে মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে বোলিং করেন ৫৩ ওভার ২ বল, যা তার পুরো ক্যারিয়ারে এক ম্যাচে সর্বোচ্চ।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে পিঠের চোটের কারণে প্রায় এক বছরের জন্য মাঠ থেকে ছিটকে যান বুমরাহ। চোট সারতে অস্ত্রোপচারের পর ২০২৩ সালের আগস্টে আবারও মাঠে ফেরেন তিনি।
মন্তব্য করুন: