লিটন-তানজিদের সেঞ্চুরিতে বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড

১২ জানুয়ারি ২০২৫

লিটন-তানজিদের সেঞ্চুরিতে বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড

ফর্ম না থাকায় দুপুরে ঘোষণা করা চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তবে সন্ধ্যা নামতেই ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন ডানহাতি এই ব্যাটার। দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনো করে তুলে নিয়েছেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। সঙ্গে তানজিদ হাসান তামিমেরও শতকে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে লিটন-তানজিদের জোড়া সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে রেকর্ড ২৫৪ রানের সংগ্রহ পায় ঢাকা। এটি বিপিএলের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল ২৩৯ রানের। ২০১৯ সালে রংপুর রাইডার্স এবং ২০২৪ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানস এই রান করেছিল। 

এছাড়াও লিটন-তানজিদ ভেঙে দিয়েছেন যে কোনো উইকেটে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার ১১৮ বলে যোগ করেন ২৪১ রান। আগের রেকর্ডটি ছিল রংপুরের হয়ে দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে জীবন পান লিটন। তৃতীয় ওভারে তার ক্যাচ নিতে ব্যর্থ হন উইকেটরক্ষক আকবর আলী। এরপর আর কোনো সুযোগ দেননি লিটন। রাজশাহী বোলারদের পিটিয়ে ২৪ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই ব্যাটার। ৪৪ বলে ৭ ছক্কা ও ৮ চারে টি-টুয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পান লিটন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১২৫ রানে। ৫৫ বলের ইনিংসটি সাজান ১০ চার ও ৯ ছক্কায়।

অপরপ্রান্তে সঙ্গীর তুলনায় কিছুটা ধীরস্থির ছিলেন তানজিদ। বাঁহাতি এই ব্যাটার ফিফটি তুলে নেন ৩৫ বলে। এরপর ইনিংসের শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত তার ৬৪ বলে ৮ ছক্কা ও ৬ চারের ইনিংসটি থামে ১০৮ রানে।

রাজশাহীর বোলারদের মধ্যে কেবল তাসকিনের ইকোনমি ছিল দশের নিচে। ৪ ওভারে কোনো উইকেট না পেয়ে ডানহাতি এই পেসার ২৯ রান দেন।

মন্তব্য করুন: