আবারও ভারতীয় ভিসা জটিলতায় ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার
১৪ জানুয়ারি ২০২৫
গত বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে ভিসা পেতে ঝামেলায় পড়তে হয়েছিল ইংল্যান্ডের শোয়েব বশির ও রেহান আহমেদকে। এবার দেশটির মাটিতে সাদা বলের সিরিজ খেলতে আসার আগে একই সমস্যায় পড়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদ।
পাকিস্তানি বংশোদ্ভূত সাকিবের ভারতের ভিসা পেতে দেরি হতে থাকায় সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে যেতে পারেননি। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আশা করছে, দলের অন্যরা আগামী শুক্রবার কলকাতার উদ্দেশে বিমান ধরার আগেই সাকিবের ভিসা নিয়ে জটিলতা দূর হবে।
এর আগেও ভারতের ভিসা পেতে সমস্যায় পড়তে হয়েছিল সাকিবকে। ছয় বছর আগে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরের সময় তার ভিসা আটকে দিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসিবি। তবে ইংল্যান্ডের টি-টুয়েন্টি দলে থাকা আরও দুই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ ও রেহান ইতোমধ্যে তাদের ভিসা হাতে পেয়েছেন।
ভিসা জটিলতায় গত বছর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি বশির। সময় মতো ভিসা না পাওয়ায় আবু ধাবি থেকে দেশেও ফিরে যেতে হয়েছিল এই স্পিনারকে। এরপর তৃতীয় টেস্ট শুরুর আগে ভারত থেকে আবারও আবু ধাবিতে গিয়েছিল ইংলিশ দল। সেবার ভারতে ফেরার সময় ভিসা জটিলতায় পড়তে হয়েছিল রেহানকে। তবে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পেরেছিলেন তরুণ এই লেগ স্পিনার।
জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও মার্ক উডকে নিয়ে গড়া ইংলিশ পেস আক্রমণের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন সাকিব। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।
মন্তব্য করুন: