ডিসেম্বরের সেরা ক্রিকেটার বুমরাহ
১৪ জানুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে এক কথায় দুর্ধর্ষ ছিলেন যশপ্রীত বুমরাহ। সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করে হয়েছিলেন সিরিজ সেরা খেলোয়াড়। এবার আইসিসির ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ভারতের এই পেসার।
মঙ্গলবার আইসিসির প্রকাশিত এই স্বীকৃতিতে বুমরাহ পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেইন প্যাটারসনকে।
ডিসেম্বর মাসে হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন টেস্টে বল হাতে রীতিমত আগুন ঝরান বুমরাহ। ভারতের বোলিং আক্রমণকে একাই টেনে নেওয়া এই পেসার অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দিয়ে শিকার করেন ২২ উইকেট।
অ্যাডিলেইডে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার লিডকে খুব একটা বড় হতে দেননি। এই পারফরম্যান্স ধরে রাখেন ব্রিসবেনে পরের টেস্টেও। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩ উইকেট। এরপর মেলবোর্ন টেস্টে শিকার করেন মোট ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে অলআউট করেন ২৩৪ রানে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ভারত ম্যাচ হারে ১৮৪ রানে।
পুরো সিরিজে ৯ ইনিংস বোলিং করে ১৩ দশমিক ০৬ গড়ে ৩২ উইকেট শিকার করেন বুমরাহ। এছাড়াও সবচেয়ে কম গড়ে টেস্টে ২০০ উইকেট শিকার করার মাইলফলক স্পর্শ করেন তিনি।
মন্তব্য করুন: