সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

১৫ জানুয়ারি ২০২৫

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বটা দারুণ সেরেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল। যে কোনো পর্যায়ের মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।

বুধবার কুয়ালালামপুরে ইংল্যান্ডের দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ১১৩ রানে। খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ১১ রান। এরপর ইংল্যান্ড করে ৯ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে তোলে ১১৩ রান। জবাবে ইনিংসের শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ রান। হাতে উইকেটও ছিল ১টি। রান নিতে গিয়ে সেই বলে রানআউট হলে খেলা চলে যায় সুপার ওভারে।

এবারই প্রথম মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

আগামী ১৮ জানুয়ারি মাঠে গড়াবে বিশ্বকাপের মূলপর্ব। প্রথম দিনই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘ডি গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০ জানুয়ারি) ও স্কটল্যান্ড (২২ জানুয়ারি)।

মন্তব্য করুন: