লিটনের জন্য তানজিদের মন খারাপ
১৫ জানুয়ারি ২০২৫
ঢাকা ক্যাপিটালসের হয়ে সবশেষ ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। এই দুই ওপেনারের জুটির ওপর ভর করে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছিল ঢাকা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিক ছন্দহীনতায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে আগেই বাদ পড়েছেন লিটন। আর ওপেনিং সঙ্গী জাতীয় দলে না থাকায় খারাপ লাগছে তানজিদের।
গত রোববার সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী জুটিতে লিটন ও তানজিদ জোড়া শতক হাঁকিয়ে যোগ করেন ২৪১ রান, যা যে কোনো উইকেটে বিপিএলে সর্বোচ্চ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৫৪ রান।
সেই ম্যাচে ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন। এর আগের ম্যাচে ডানহাতি এই ব্যাটার খেলেন ৭৩ রানের ইনিংস।
তবে এই দুই ম্যাচের আগে থেকে সাদা বলের ক্রিকেটে একদমই ছন্নছাড়া অবস্থায় ছিলেন লিটন। টি-টুয়েন্টিতে টানা ব্যর্থতার পাশাপাশি ওয়ানডেও ছিলেন রান খরায়। নিজের খেলা সবশেষ ৭ ইনিংসের মধ্যে ৬বারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। এর মধ্যে রানের খাতা খোলার আগেই ফেরেন রানের খাতা খোলার আগেই। সবশেষ ফিফটি ১৩ ইনিংস আগে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। বাজে পারফরম্যান্সের জেরে নির্বাচকদের আস্থা হারিয়ে শেষ পর্যন্ত লিটন বাদ পড়েন আগামী মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তানজিদের কাছে চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটনের না থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি নিজের মন খারাপের কথা জানান।
“ভালো না খেললে (জাতীয় দল থেকে) বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। (লিটন) দাদা কেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। অবশ্য এদিক থেকে আমারও মন খারাপ যে, উনি দলে নেই। যেভাবে সবশেষ দুই ম্যাচ খেলেছেন, উনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি সামনের ম্যাচগুলো অনেক ভালো করবেন।”
অপর প্রান্তে দাঁড়িয়ে রাজশাহীর বিপক্ষে লিটনের বিধ্বংসী ইনিংসটি নিয়ে ২৪ বছর বয়সী এই ওপেনার বলেন, “আমি নিজে অনেক সৌভাগ্যবান। আমি উনার বড় একজন ভক্ত। উনার ব্যাটিং দেখাটাও একটা... অনেক উপভোগ করেছি। মানে কী বলব... চোখ জুড়ানো সব শটগুলো।”
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ইনিংসে ২৪৬ রান করা তানজিদ আছেন রান-সংগ্রাহকের তালিকার তিন নম্বরে।
মন্তব্য করুন: