পিএসএল খেলতে প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়লেন ইংল্যান্ডের ভিন্স
১৫ জানুয়ারি ২০২৫
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ইংল্যান্ডের প্রথম শ্রেণির কাউন্টি ক্রিকেট থেকে ২০২৫ সালের জন্য সরে দাঁড়িয়েছেন জেমস ভিন্স। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন অনাপত্তিপত্রের (এনওসি) নীতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন দেশটির হয়ে ৫৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার।
বুধবার এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তের কথা জানান ভিন্স। টানা নয় মৌসুম কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের অধিনায়ক থাকার পর এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তবে ক্লাবটির টি-টুয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন তিনি।
গত নভেম্বরে বিদেশি লিগে খেলার জন্য এনওসি সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনে ইসিবি। নতুন নিয়ম অনুযায়ী, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলাকালীন শুধুমাত্র সাদা বলের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হবে। অর্থাৎ, প্রথম শ্রেণিতে খেলা কোনো ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না। তবে আইপিএলের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির কারণে এ বছরের পিএসএল এপ্রিল-মে মাসে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সে সময় ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ায়।
গত সোমবার পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে ভিন্সকে পুনরায় দলে নেয় করাচি কিংস। পুরো মৌসুম কোনো বাধা ছাড়াই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে শেষ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট ছেড়ে দিলেন ৩৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
বিবৃতিতে ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ভিন্স বলেন, “আমি হ্যাম্পশায়ারকে ভালোবাসি। ১৬ বছর ধরে আমি এই ক্লাবের সঙ্গে আছি। এটা আমার ঘর। তাই টি-টুয়েন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে নিজের সেরাটা দিয়ে যেতে চাই। আশা করি, প্রতিযোগিতায় (টি-২০ ব্লাস্ট) আমরা আরও বেশি সাফল্য পাব। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমার পরিবারের জন্য কোনটি সবচেয়ে ভালো হবে, সেটাও ভাবতে হয়েছে।”
মন্তব্য করুন: