চোটে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ নর্কিয়ার

১৬ জানুয়ারি ২০২৫

চোটে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ নর্কিয়ার

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন আনরিখ নর্কিয়া। এই নিয়ে তৃতীয়বারের মতো আইসিসির কোনো আসর শুরুর আগে চোটের কারণে শেষ হয়ে গেল এই ফাস্ট বোলারের।

বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আগে চোট থেকে সেরে উঠতে পারবেন না নর্কিয়া। এখনও তার বদলির নাম ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পেস বোলিং-অলরাউন্ডার জেরাল্ড কুটসিয়াকে দলে নেওয়া হবে।

গত বছর জুনে অনুষ্ঠিত হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন নর্কিয়া। ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার কথা ছিল তার। কিন্তু অনুশীলনের সময় তার পায়ের বৃদ্ধা আঙুল ভেঙে যাওয়ায় মাঠে ফেরা আরও দীর্ঘায়িত হয়। শেষ পর্যন্ত পিঠের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি দিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে তার আর ফেরা হচ্ছে না।

এই নিয়ে আইসিসির সবশেষ ছয়টি আসরের মধ্যে তিনটি থেকেই চোটের কারণে ছিটকে গেলেন নর্কিয়া। সবগুলোই ৫০ ওভারের ফরম্যাটে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে হাতের বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি পিঠের নিচের অংশের চোটের কারণে।

তবে এর মাঝে তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ৩১ বছর বয়সী এই পেসার। সবশেষ আসরে ম্যাচে ১৫ উইকেট নিয়ে ছিলেন প্রোটিয়াদের সর্বোচ্চ উইকেট শিকারি। ওয়ার্কলোড সামলাতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। নর্কিয়া সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে এবং টেস্ট খেলেছেন সেই বছরের মার্চে।

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।বিগ্রুপে প্রোটিয়াদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২৫ ফেব্রুয়ারি) ইংল্যান্ড ( মার্চ)

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের মাটিতে নিউ জিল্যান্ড স্বাগতিকদের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন: