ভারতের ব্যাটিং কোচ হতে চান পিটারসেন
১৬ জানুয়ারি ২০২৫
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে বাজে সময় পার করেছেন ভারতের ক্রিকেটারা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও রোহিত-কোহলিদের জন্য ব্যাটিং কোচ খুঁজছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপরই ভারতের ব্যাটিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন।
বুধবারের ক্রিকবাজ জানায়, এরই মধ্যে কয়েকজনের বিষয়ে আলোচনা করছে বিসিসিআই। এর মধ্যে দেশটির ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটের সাবেক তারকারাও রয়েছেন। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতের কোচিং প্যানেলের সদস্য পাঁচজন। বোলিং কোচের দায়িত্বে আছেন মরনে মরকেল। ফিল্ডিং কোচের ভূমিকায় আছেন টি দিলিপ এবং সহকারী কোচের দায়িত্ব পালন করছেন অভিষেক নায়ার ও রায়ান টেন ডেসকাটে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ভারতের হেড কোচ হিসেবে গম্ভীরকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে টেস্ট ক্রিকেটে একদমই বাজে সময় পার করছে ভারতের ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাদে তারা ব্যর্থ পরের আট টেস্টে। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ব্যাটিং ব্যর্থতায় নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হয় তারা। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে।
ক্রিকবাজের প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের ব্যাটিং কোচ খোঁজার বিষয়টি নিয়ে করা এক টুইটের রিটুইট করে নিজের আগ্রহের কথা জানিয়ে পিটারসেন লেখেন, “অ্যাভেইঅ্যাবল।”
Available!
— Kevin Pietersen? (@KP24) January 16, 2025
ইংল্যান্ডের আধুনিক যুগের ব্যাটারদের মধ্যে অন্যতম সেরাদের একজন পিটারসেন দেশটির হয়ে ১০৪ টেস্ট খেলেছেন। ৪৭ দশমিক ২৯ গড় এবং ২৩টি সেঞ্চুরিতে ডানহাতি এই ব্যাটারের রান ৮ হাজার ১৮১, যা ইংল্যান্ডের ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ। অন্যদিকে ১৩৬ ওয়ানডেতে ৪০ দশমিক ৭৩ গড় এবং ৯টি সেঞ্চুরিতে তিনি ৪ হাজার ৪৪০ রান করেছেন।
মন্তব্য করুন: