যতদিন ফিট আছেন খেলা চালিয়ে যাবেন তামিম

১৬ জানুয়ারি ২০২৫

যতদিন ফিট আছেন খেলা চালিয়ে যাবেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর পর প্রথম ম্যাচ খেলতে নেমেই জ্বলে উঠেছে তামিম ইকবালের ব্যাট। দারুণ এক ফিফটি হাঁকিয়ে জিতিয়েছেন তার দল ফরচুন বরিশালকে। জিতেছেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও। আর ম্যাচ শেষে বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন, যত দিন পারবেন খেলা চালিয়ে যাবেন।

গত শুক্রবার রাতে ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। সেই ঘোষণার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো মাঠে নামেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

তামিমের ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারায় বরিশাল। ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বরিশাল অধিনায়ক।

জাতীয় দলকে বিদায় জানানোর পর এদিনই প্রথমবারের মতো সংবাদ মধ্যমের মুখোমুখি হন তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সামনের দিনগুলোর জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার জানান, আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান।

আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। এখন তো অবসর নিয়েছি। তাই লেজেন্ডস লিগেও খেলার জন্য কোয়ালিফাই করব (হাসি)। ওই সব খেলব। যদি (ঢাকা) প্রিমিয়ার লিগটা সময়মতো হয়, ওটা খেলব। যদি ফিট থাকি, বিপিএলটা যতটুকু পারি খেলতে থাকব। আমার মনোযোগ শুধু খেলা নিয়ে। কয়েকটা টুর্নামেন্ট আছে। সেটা নিয়েই।

ক্রিকেট পাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, বিসিবিতে পরিচালক পদে আসতে পারেন তামিম। এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সে রাস্তাও বেশ খোলাই আছে। তবে আপাতত এই বিষয়ে কিছু বলতে চাননি দেশের হয়ে ১৫ হাজারের বেশি রান করা এই ক্রিকেটার।

এই মুহূর্তে এ নিয়ে বলার মতো কিছু নেই।

মন্তব্য করুন: