বাউন্ডারির দৈর্ঘ্য বড় হওয়ায় সন্তুষ্ট তামিম
১৬ জানুয়ারি ২০২৫
বিপিএলের একাদশ আসরের ঢাকায় প্রথম ও সিলেট পর্বের ম্যাচগুলোতে রান উৎসবে মেতেছিল ব্যাটাররা। তবে সেখানে বড় অবদান ছিল ছোট দৈর্ঘ্যের বাউন্ডারির। এ নিয়ে সিলেট পর্বে বেশ খোলামেলাভাবেই নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। চট্টগ্রাম পর্বে বাউন্ডারির দৈর্ঘ্য বড় হওয়ায় সন্তুষ্ট ফরচুন বরিশালের অধিনায়ক।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে চট্টগ্রাম পর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে তামিমের ৪৮ বলে ৬১ রানের সুবাদে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারায় বরিশাল। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তামিম।
এর আগে গত ৬ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বরিশাল অধিনায়ক। সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাউন্ডারির দৈর্ঘ্য বড় করার আহ্বান জানান তামিম।
ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেটে বাউন্ডারির দৈর্ঘ্য বেশ কমিয়ে আনা হয়েছিল। সীমানার চারদিকে বেশ ফাঁকা জায়গা থাকায় তা সহজে বোঝাও যাচ্ছিল। তবে চট্টগ্রামে বড় করা হয়েছে বাউন্ডারির দৈর্ঘ্য।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে তামিম বলেন, “সার্বিকভাবেই এই টুর্নামেন্টে উইকেট খুব ভালো। আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন... সিলেটও দুর্দান্ত ছিল। চট্টগ্রামও ঠিক আছে। ভালো লাগার বিষয়, বাউন্ডারিটা ভালো ছিল। সীমানার দৈর্ঘ্য আগের চেয়ে বেড়েছে। ঠিক এমনই হওয়া উচিত।”
“আজকে দেখেছেন সীমানায় অনেকগুলো ক্যাচ হয়েছে। এই জিনিসটা অব্যাহত থাকা উচিত। আমার কাছে মনে হয় এটাই সঠিক বাউন্ডারির দৈর্ঘ্য। ৫২-৫৩ মিটারের বদলে এই মাপেই খেলা উচিত।”
৬ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে বরিশাল। অন্যদিকে ৭ ম্যাচের সবকটিতে জিতে তালিকার শীর্ষে আছে রংপুর রাইডার্স।
মন্তব্য করুন: