বাংলাদেশের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন পোথাস

১৭ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন পোথাস

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাস খানেক বাকি। এর আগেই জানা গেল বাংলাদেশের কোচিং স্টাফের সঙ্গে নেই নিক পোথাস। চুক্তির মেয়াদের কয়েক মাস বাকি থাকতেই শান্ত-মিরাজদের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক উইকেটকিপার-ব্যাটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পদত্যাগের কথা জানান পোথাস। পরিবারকে সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসের বরাত দিয়ে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বিসিবিকে পদত্যাগপত্র জমা দেন পোথাস। সেখানেও পারিবারিক কারণের কথা উল্লেখ করেন তিনি।

বিদায়ী বার্তায় বাংলাদেশ দলকে সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানিয়ে পোথাস লেখেন, “সব ভালো জিনিসের মতো এটিরও (সহকারী কোচের দায়িত্ব) শেষ হতেই হতো। বাংলাদেশ দলের হয়ে দারুণ কিছু মানুষের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছি আমি। এই যাত্রায় আমরা অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি এবং দুর্দান্ত সব স্মৃতির জন্ম দিয়েছি।

এখন নিজের ঘরে ভালো সময় কাটানোর পালা। দেখা যাক পরবর্তী অধ্যায়ে কী আছে। সামনের রোমাঞ্চকর বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের সবাইকে শুভকামনা। আমি তোমাদের অভাব বোধ করব।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nic Pothas (@nicpothas)

২০২৩ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় আসেন পোথাস। আগামী মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দলের সঙ্গে কাজ করার কথা ছিল ৫১ বছর বয়সী এই কোচের।

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে পোথাস ২০১৭-১৮ সালে শ্রীলঙ্কা এবং ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেন। এছাড়াও দল দুটিতে সহকারী কোচ ফিল্ডিং কোচের ভূমিকায়ও কাজ করেছেন। বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন তিনি।

পোথাসের বিদায়ে বাংলাদেশের কোচিং স্টাফের সদস্য সংখ্যা এখন চারজনের। হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে সিনিয়র সহকারী কোচের ভূমিকায় আছেন মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এর বাইরে পেস বোলিং কোচ হিসেবে আছেন আন্দ্রে অ্যাডামস এবং স্ট্রেংথ কন্ডিশনিং কোচ হিসেবে আছেন ন্যাথান কিলি।

মন্তব্য করুন: