বিপিএলে আম্পায়ারদের মধ্যে সৈকতের পারিশ্রমিক সর্বোচ্চ
১৭ জানুয়ারি ২০২৫
আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফলে স্বাভাবিকভাবেই চলতি বিপিএলে অন্য স্থানীয় আম্পায়ারদের তুলনায় পারিশ্রমিক বেশি পাচ্ছেন তিনি।
শুক্রবার বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, এবারের আসরে প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য ২ হাজার ডলার পাবেন সৈকত। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা।
গত মার্চে আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে নাম লেখান সৈকত। বৃহস্পতিবার চট্টগ্রামে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের বিপিএলে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনায় নামেন তিনি। তবে টুর্নামেন্টের বাকি অংশে তাকে পাবে না বিসিবি। মোট ছয়টি ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন তিনি।
আসন্ন ভারত–ইংল্যান্ডের সাদা বলের সিরিজে দায়িত্ব পালন করতে যাওয়ার কারণে বিপিএলের ফাইনালে ম্যাচ পরিচালনায় থাকবেন না সৈকত।
বিপিএলের একাদশ আসরে ছাড়া ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক ৬০০ ডলার। আর স্থানীয় অন্যান্য আম্পায়াররা ম্যাচপ্রতি পাচ্ছেন ৫০ হাজার টাকা করে।
মন্তব্য করুন: