এখনই প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন না কোহলি

১৮ জানুয়ারি ২০২৫

এখনই প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন না কোহলি

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত প্রথম শ্রেণিসহ ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নিশ্চিত করতে বেশ কড়াকড়ি নিয়ম আরোপ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তবে এখনই দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটের আসর রঞ্জি ট্রফিতে ফিরছেন না বিরাট কোহলি।

শনিবার এক প্রতিবেদনে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, ঘাড়ের সমস্যা থেকে এখনও সেরে না ওঠায় আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফির পরের রাউন্ডে দিল্লির হয়ে খেলতে পারবেন না কোহলি। বিষয়টি ইতোমধ্যে বিসিসিআইয়ের মেডিকেল বিভাগকেও জানিয়েছেন এই তারকা ব্যাটার।

চলতি মাসের শুরুতে সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম শেষ টেস্টের পর থেকে ঘাড়ের ব্যথায় ভুগছেন কোহলি। ব্যথা থেকে মুক্তি পেতে গত জানুয়ারি তিনি ইনজেকশন নিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে কোহলি সবশেষ খেলেছেন ২০১২ সালের নভেম্বরে উত্তর প্রদেশের বিপক্ষে। সে সময় দিল্লির অধিনায়ক ছিলেন বীরেন্দ্র শেবাগ। ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরও তখন দিল্লির হয়ে খেলেছেন।

ভারত ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে - ব্যবধানে হারে। মূলত ব্যাটারদের ব্যর্থতায় এই দুই সিরিজে বাজেভাবে হারতে হয় তাদের। এরপরই নড়েচড়ে বসে বিসিসিআই। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করাসহ খেলোয়াড়দের ১০টি নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা না মানলে আইপিএলে নিষিদ্ধসহ কঠোর শাস্তির কথা জানানো হয়।

এরই ধারাবাহিকতায় কোহলিসহ টেস্ট দলের অন্যান্য ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। টেস্ট দলের নিয়মিত সদস্য রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা শুবমান গিল ইতোমধ্যে আগামী রাউন্ডের ম্যাচে নিজ নিজ দলের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোহলির মতো চোটের কারণে এই রাউন্ডে খেলতে পারবেন না লোকেশ রাহুলও। কনুইয়ের সমস্যার কারণে কর্ণাটকের হয়ে মাঠে নামা হচ্ছে না ডানহাতি এই ব্যাটারের।

এই রাউন্ডে খেলতে না পারলেও কোহলি-রাহুলদের সামনে সুযোগ থাকবে আগামী ৩০ জানুয়ারি শুরু হতে যাওয়া গ্রুপপর্বের শেষ রাউন্ডে রঞ্জি ট্রফিতে মাঠে নামার। তবে সেই রাউন্ড শেষ হওয়ার কয়েকদিন পর ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শুরু হওয়ায় এই দুই তারকা ব্যাটারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মন্তব্য করুন: