নেপালকে গুঁড়িয়ে যুব টি-টুয়েন্টি বিশ্বকাপে মেয়েদের শুভ সূচনা

১৮ জানুয়ারি ২০২৫

নেপালকে গুঁড়িয়ে যুব টি-টুয়েন্টি বিশ্বকাপে মেয়েদের শুভ সূচনা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। ‘ডি গ্রুপের ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল।

শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের উদ্বোধনী দিন নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। বোলার ও ফিল্ডারদের নৈপুণ্যে ১৮ ওভার ২ বলে নেপালের ইনিংস থামে মাত্র ৫২ রানে। জবাবে ৪০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলার মেয়েরা।

নেপালের ৫ ব্যাটার সাজঘরে ফেরেন রানআউট হয়ে। ৪ ওভারে ১১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জান্নাতুল মাওয়া। 

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ১১ রানের মধ্যে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে তারা। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়ার ১২ রানের সুবাদে জয় পেতে বেগ অসুবিধা হয়নি দলের। আফিয়া ইরা ৯ ও মাওয়া ৫ রানে অপরাজিত থাকেন।

আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে গুঁড়িয়ে ৮০ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পেয়েছে তারা।

মন্তব্য করুন: