বুমরাহকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত, নতুন মুখ জয়সোয়াল
১৮ জানুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে পাওয়া চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে যশপ্রীত বুমরাহর খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে ডানহাতি এই পেসারকে নিয়েই আগামী মাসে শুরু হতে যাওয়া আসরের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারত।
শনিবারের ঘোষণা করা দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান ওপেনার যশস্বী জয়সোয়াল। ভারতের টেস্ট দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নেওয়া বাঁহাতি এই ব্যাটার এর আগে জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টিতে খেলেছিলেন।
চলতি মাসের শুরুতে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বোলিংয়ের সময় পিঠের চোট নিয়ে মাঠ ছাড়েন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বোলিংয়ে নামতে পারেননি তিনি। এরপর গত সপ্তাহে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর বের হয়, চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারবেন না ৩১ বছর বয়সী এই পেসার। ফলে গ্রুপপর্বের ম্যাচগুলোতে তাকে দলের সঙ্গে পাবে না ভারত। তবে শেষ পর্যন্ত বুমরাহকে নিয়েই দল ঘোষণা করল দেশটি।
আরও পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে শঙ্কা
আগামী ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও একই দল নিয়ে মাঠে নামবে তারা।
ইংলিশদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে চোট কাটিয়ে প্রায় ১৪ মাস পর ভারতীয় দলে ফেরা পেসার মোহাম্মদ শামিও আছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে।
আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই দলে পরিবর্তন আনতে পারবে ভারত।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে আছে বাংলাদেশ, পাকিস্তান ও নিউ জিল্যান্ড। দেশটির সরকার দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি না দেওয়ায় তারা নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রোহিত শর্মার দল।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা
মন্তব্য করুন: