সাজিদ-নোমানের ঘূর্ণিতে দিশেহারা উইন্ডিজ
১৮ জানুয়ারি ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ২৩০ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। তবে এরপর বল হাতে ক্যারিবিয়ানদের রীতিমত নাকানিচুবানি খাইয়েছেন সাজিদ খান ও নোমান আলী। এই দুই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে একশ’র আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল সফরকারীরা। কিন্তু শেষ তিন ব্যাটারের দৃঢ়তায় তা না হলেও বড় লিড পায় পাকিস্তান। আর দিনের শেষ বেলায় শান মাসুদের ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রেখেছে স্বাগতিকরা।
শনিবার মুলতানে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ২০২ রানে এগিয়ে আছে পাকিস্তান। ৩ উইকেটে তাদের সংগ্রহ ১০৯ রান। এর আগে সাজিদ-নোমান জুটির ৯ উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৩৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান লিড পায় ৯৩ রানের।
পাকিস্তানের মাটিতে হওয়া সবশেষ তিন টেস্টের পাঁচ ইনিংসের সবকটিতেই প্রতিপক্ষের ১০ উইকেট পেল স্পিনাররা। ইংল্যান্ডের বিপক্ষে গত অক্টোবরে সিরিজ জয়ের নায়ক সাজিদ এদিন অফস্পিনে শিকার করেন ৪ উইকেট। অপরপ্রান্তে ৩৯ রানে দিয়ে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার নোমান। বাকি ১ উইকেট নেন লেগস্পিনার আবরার আহমেদ।
কুয়াশা ও আলোকস্বল্পতায় প্রথম দিন খেলা হয়েছিল ৪১ ওভার ৩ বল। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান দলের সংগ্রহ বাড়ানোতে মনোযোগ দেন। দিনের ১৬তম ওভারে ৮৪ রান করা শাকিলকে ফিরিয়ে চতুর্থ উইকেটে ১৪১ রানের এই জুটিকে থামিয়ে ক্যারিবিয়ানদের স্বস্তি এনে দেন কেভিন সিনক্লেয়ার। এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। পরের ৪৩ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। রিজওয়ান করেন ৭১ রান।
জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে সাজিদ ও নোমান উইকেট তুলে নিতে শুরু করলে একটা সময় ৬৬ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা শুরু করেন জোমেল ওয়ারিক্যান। পাল্টা আক্রমণে প্রথমে গুদাকেশম মোটিকে নিয়ে নবম উইকেটে ২৫ এবং জেইডেন সিলসকে নিয়ে দশম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে দলের মান কিছুটা বাঁচান ডানহাতি এই ব্যাটার। ইনিংস সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন সিলস।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় পাকিস্তানের। উদ্বোধনী জুটি থেকে আসে ৬৭ রান। অভিষিক্ত মুহাম্মদ হুরায়রাকে (২৯) ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়ারিক্যান। বাবর আজমকেও দ্রুতই তুলে নেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ইনিংসে ৮ রান করা বাবর এবার ফেরেন ৫ রান করে।
ফিফটি তুলে নিয়ে দলকে ভালো অবস্থানে রেখেই দিনের খেলা শেষ করার পথে ছিলেন মাসুদ। কিন্তু শেষ বেলায় সঙ্গী কামরান গুলামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে পাকিস্তান অধিনায়ক ফেরেন ৫২ রান করে।
৯ রান নিয়ে গুলাম ও ২ রান নিয়ে শাকিল তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
মন্তব্য করুন: