চ্যাম্পিয়নস ট্রফির ফিটনেস টেস্ট ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে দেবেন বুমরাহ

১৮ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির ফিটনেস টেস্ট ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে দেবেন বুমরাহ

চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি যশপ্রীত বুমরাহ। তবে এই তারকা পেসারকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি এবং আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। তিন ম্যাচের এই সিরিজের শেষ ওয়ানডেতে বুমরাহ ফিটনেস টেস্ট দেবেন বলে জানিয়েছেন দলের প্রধান নির্বাচক অজিত আগারকার।

শনিবার ইংল্যান্ড সিরিজের জন্য এবং চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা করে ভারত। তবে ফিটনেস বিবেচনায় চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দলে জায়গা পাবেন বুমরাহ। চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না ডানহাতি এই পেসার। তার বদলি হিসেবে সেই দুই ওয়ানডের দলে রাখা হয়েছে আরেক পেসার হার্শিত রানাকে।

মুম্বাইয়ে দল ঘোষণার সংবাদ সম্মেলনে আগারকার বলেন, “বুমরাহর বিষয়টি হলো, আমরা এখনও তার ফিটনেসের সবশেষ অবস্থা এবং কখন সে খেলতে পারবে তা জানার অপেক্ষায় আছি। এখনকার পরিস্থিতিতে আমরা যতটুকু জেনেছি, আমার মনে হয় না সে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবে। আগামী সপ্তাহে হয়তো তার ফিটনেসের বিষয়ে আরও জানতে পারব।

চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বোলিংয়ের সময় পিঠের চোট নিয়ে মাঠ ছাড়েন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বোলিংয়ে নামতে পারেননি তিনি।

সেই সিরিজ বল হাতে ভারতকে প্রায় একাই টেনে নিয়ে যান ৩১ বছর বয়সী এই পেসার। পাঁচ ম্যাচের সিরিজে ৯ ইনিংস ১৫১ ওভার ২ বল বোলিং করে ১৩ দশমিক ০৬ গড়ে ৩২ উইকেট শিকার করে সিরিজ সেরা নির্বাচিত হন বুমরাহ। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বোলিং করার কারণে পিঠের চোটে পড়েছেন তিনি।

সিডনি টেস্টের দ্বিতীয় দিন পিঠে চোট নিয়ে মাঠ ছাড়েন বুমরাহমেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শক্রমে, গত ৫ জানুয়ারি সিডনি টেস্ট শেষ হওয়ার দিন থেকে বুমরাহকে কমপক্ষে পাঁচ সপ্তাহের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এরপর আরেকটি স্ক্যানের পর তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান আগারকার।

আমি জানি তাকে পাঁচ সপ্তাহ বোলিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদি আমি ভুল না করি যেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে। এবং সে সময়ের মধ্যে সম্ভবত আমরা জানতে পারব যে, ঠিক কোন অবস্থায় সে আছে। আমার চেয়ে মেডিকেল বিভাগ তার অবস্থা ব্যাখ্যা করলে ভালো হবে বলে মনে করি। তবে আমাদেরকে এই দিনক্ষণটাই দেওয়া হয়েছে। আশা করছি এরপর সে সেরে উঠবে।

আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে তিনটি খেলবে ভারত। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে তারা চলে যাবে দুবাইয়ে। সেখানে ‘এ গ্রুপের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান (২৩ ফেব্রুয়ারি) ও নিউ জিল্যান্ড (২ মার্চ)।

মন্তব্য করুন: