১০ বছর পর রঞ্জি ট্রফিতে খেলবেন রোহিত

১৯ জানুয়ারি ২০২৫

১০ বছর পর রঞ্জি ট্রফিতে খেলবেন রোহিত

টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছিল না রোহিত শর্মার। ছন্দে ফিরতে ঘরোয়া ক্রিকেটে নিজ দল মুম্বাইয়ের অনুশীলনেও যোগ দিয়েছিলেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। এবার প্রায় ১০ বছর পর দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন ডানহাতি এই ব্যাটার।

শনিবার চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা নিয়ে করা সংবাদ সম্মেলনে মুম্বাইয়ের হয়ে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফির পরের রাউন্ডে নিজের খেলার বিষয়টি নিশ্চিত করেন রোহিত নিজেই।

কয়েকদিন আগেই দলে শৃঙ্খলা ফেরাতে প্রথম শ্রেণিরসহ ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্দেশনা না মানলে আইপিএলে নিষিদ্ধসহ বিভিন্ন শাস্তির কথা বলা হয় সেখানে।

রোহিত ছাড়াও টেস্ট দলের নিয়মিত সদস্য রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা ও শুবমান গিল রঞ্জি ট্রফির পরের রাউন্ডে নিজ নিজ দলের হয়ে মাঠে নামবেন। তবে চোটের কারণে বিরাট কোহলি ও লোকেশ রাহুল এবারের রাউন্ডে খেলবেন না।

এর আগে ২০১৫-১৬ মৌসুমে সবশেষ রঞ্জি ট্রফিতে মাঠে নেমেছিলেন রোহিত। মুম্বাইয়ের হয়ে সেই মৌসুমে কেবল একটি ম্যাচ খেলেছিলেন এই ব্যাটার।

নিজের খেলা সবশেষ আট টেস্টে ব্যাট হাতে একদমই ছন্দে ছিলেন না রোহিত। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের ১০ ইনিংসে ফিফটির দেখা পান কেবল একবার। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলেন তিন ম্যাচে। এর মধ্যে সিরিজের শেষ টেস্ট থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন তিনি।

চলতি মৌসুমে খেলা ১৫ ইনিংসে ভারত অধিনায়ক মাত্র ১০ দশমিক ৯৩ গড়ে রান করেছেন ১৬৪। এ সময় স্রেফ ৫ ইনিংসে ব্যাট হাতে দুই অঙ্কের দেখা পেয়েছিলেন রোহিত।

মন্তব্য করুন: