পাকিস্তানের স্পিনেই ঘায়েল ওয়েস্ট ইন্ডিজ
১৯ জানুয়ারি ২০২৫
শুরুটা করেছিলেন সাজিদ খান। আর শেষটা করলেন আবরার আহমেদ। মাঝে তাদের সঙ্গ দিলেন নোমান আলী। স্বাগতিকদের এই স্পিনত্রয়ীতেই কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১২৭ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
রোববার মুলতান টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের পর শেষ হয় ম্যাচ। সাজিদ-আবরারের ঘূর্ণিতে ২৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। এর আগে জোমেল ওয়ারিক্যানের ৭ উইকেট শিকারে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান।
প্রথম ইনিংসের বল হাতে ৪ উইকেট নেওয়া সাজিদ এই ইনিংসে অফ স্পিনে তুলে নেন ক্যারিবিয়ান প্রথম পাঁচ ব্যাটারকে। শেষ চার ব্যাটারকে সাজঘরের পথ দেখান লেগস্পিনার আবরার। আর মাঝের একটি উইকেট নেন প্রথম ইনিংসে পাঁচটি শিকার ধরা বাঁহাতি স্পিনার নোমান।
পুরো ম্যাচে আড়াই দিনে খেলা হয়েছে কেবল ১৭৭ ওভার ২ বল, যা পাকিস্তানের মাটিতে সবচেয়ে কম সময়ে শেষ হওয়া টেস্ট। এছাড়াও দেশটির মাটিতে সবশেষ তিন টেস্টের ছয় ইনিংসের প্রতিটিতে প্রতিপক্ষের ১০টি উইকেটই নিল পাকিস্তান স্পিনাররা। এর মধ্যে কেবল ৬টি নিয়েছেন অন্য স্পিনাররা। বাকি ৫৪টি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন সাজিদ ও নোমান।
৩ উইকেটে ১০৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা পাকিস্তানের ইনিংসের স্থায়িত্ব ছিল ১৫ ওভার ৪ বল। দিনের প্রথম বলেই স্বাগতিকরা হারায় সৌদ শাকিলের (২) উইকেট। দ্রুত ফেরেন মোহাম্মদ রিজওয়ানও (২)। এরপর সালমান আলী আগাকে নিয়ে ষষ্ঠ উইকেটে জুটি গড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন কামরান গুলাম। কিন্তু ওয়ারিক্যানের ঘূর্ণিতে কামরান (২৭) ফিরলে সেই জুটি থেকে ১৯ রানের বেশি আসেনি। ক্যারিবিয়ান ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৫ রানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩২ রান ৭ উইকেট নেন ওয়ারিক্যান।
রান তাড়ার শুরু থেকেই ম্যাচসেরা সাজিদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে এই অফস্পিনার প্রথম চার ব্যাটারকে তুলে নেওয়ার পর উইকেট শিকারে যোগ দেন নোমান ও আবরার। তবে এক প্রান্ত আগলে রেখে ম্যাচে ক্যারিবিয়ানদের হয়ে একমাত্র ফিফটি তুলে নেন অ্যালিক অ্যাথানেজ। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান আসে তার ব্যাট থেকে। কোনো রান যোগ না করতেই ১২৩ রানে শেষ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
একই মাঠে আগামী শনিবার শুরু হবে দু’দলের শেষ টেস্ট।
মন্তব্য করুন: