শ্রীলঙ্কা সফরে স্মিথের খেলা নিয়ে শঙ্কা
১৯ জানুয়ারি ২০২৫
শ্রীলঙ্কা সফরের আগে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্টিভেন স্মিথের চোট। বিগ ব্যাশে সবশেষ ম্যাচে কনুইয়ে চোট পাওয়ায় আসন্ন সফরে টেস্ট সিরিজের অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত শুক্রবার বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে ফিল্ডিংয়ের সময় কনুইয়ে চোট পান স্মিথ। ডান হাতের কনুইয়ে চোটের পুরোনো ইতিহাস আছে এই তারকা ব্যাটারের। চোট সারতে ২০১৯ সালে একবার অস্ত্রোপচারও করা হয়েছিল।
নতুন করে পাওয়া চোটের কারণে এখনই দলের সঙ্গে দুবাইয়ে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারছেন না স্মিথ। বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় এখনও দেশেই আছেন তিনি। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে দেশ ছাড়তে পারেন টেস্টে ৯ হাজার ৯৯৯ রান করা এই ব্যাটার।
আগামী ২৯ জানুয়ারি গলে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা স্মিথের। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পিতৃত্বকালীন ছুটিতে থাকায় আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্ব পান তিনি। তবে শেষ পর্যন্ত তিনি সিরিজে খেলতে না পারলে প্রথমবারের মতো টেস্টে দলকে নেতৃত্ব দেবেন ট্র্যাভিস হেড।
স্মিথ ছাড়াও চোটে পড়েছেন সফরের দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান। গত সপ্তাহে বিগ ব্যাশের ম্যাচে আঙুলের চোটে পড়েন তিনি। চোট সারতে ইতোমধ্যে তার ডানহাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার করা হয়েছে। তবে সিরিজ শুরুর আগে ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের সেরে ওঠার ব্যাপারে আশাবাদী সিএ।
মন্তব্য করুন: