সেঞ্চুরি করেও রাজশাহীকে জেতাতে পারলেন না বিজয়

১৯ জানুয়ারি ২০২৫

সেঞ্চুরি করেও রাজশাহীকে জেতাতে পারলেন না বিজয়

শেষ ওভারে জয়ের জন্য দুর্বার রাজশাহীর দরকার ছিল ১৭ রান। ওভারের প্রথম বলে চার মেরে তা পূরণের আভাস দিয়েছিলেন এনামুল হক বিজয়। পেয়েছিলেন একটি জীবনও। কিন্তু হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে পরের পাঁচ বলে আদায় করতে পারলেন না একটি বাউন্ডারি। শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেও জেতাতে পারলেন না দলকে।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীকে ৭ রানে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পায় খুলনা টাইগার্স। আগে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের দল ৪ উইকেট হারিয়ে তোলে ২০৯ রান। জবাবে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুললেও শেষ পর্যন্ত রাজশাহীর ইনিংস থামে ৪ উইকেটে ২০২ রানে।

বিপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকানো বিজয় অপরাজিত থাকেন ১০০ রানে। রাজশাহীর অধিনায়ক তার ৫৭ বলের ইনিংসটি সাজান ৯ চার ও ৫ ছক্কায়। শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন হাসান। ডানহাতি এই পেসার তার ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন নাঈম শেখ ও মিরাজ। চতুর্থ ওভারের শেষ বলে নাঈমকে (২৭) ফিরিয়ে ৪২ রানের এই জুটি ভাঙেন জিশান আলম। পরের ওভারে তাসকিন আহমেদকে পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে সাজঘরে ফেরেন মিরাজও (২৬)। পাওয়ারপ্লের শেষ বলে তারা হারায় আরও এক উইকেট।

চতুর্থ উইকেটে আফিফ হোসেন ও উইলিয়াম বোসিস্টোর ১১৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় খুলনা। আফিফ ফেরেন ৫৬ রান করে। আসরে নিজের দ্বিতীয় ফিফটিতে বোসিস্টো অপরাজিত থাকেন ৫৫ রানে। শেষ দিকে ১২ বলে ৪ ছক্কায় মাহিদুল ইসলাম অঙ্কনের ৩০ রানের সুবাদে দুইশ পার করে তারা।

রান তাড়ায় জিশানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজশাহীও। ১৫ বলে ৩০ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান। আরেক ওপেনার মোহাম্মদ হারিসকেও (১৫) ফেরান তিনি। এরপর ইয়াসির আলী ও রায়ান বার্লকে নিয়ে দুটো পঞ্চাশোর্ধ জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন বিজয়। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি।

শেষ ওভারের চতুর্থ বিজয় জীবন পাওয়ার পর সমীকরণ ছিল ২ বলে ৯ রান। কিন্তু হাসানের নিঁখুত ইয়োর্কারে ১ রানের বেশি নিতে পারেননি রাজশাহীর অধিনায়ক।

৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে খুলনা। এক ম্যাচ বেশি খেলা রাজশাহী সমান পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

মন্তব্য করুন: