মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ

ছোট পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে বাংলাদেশের হার

২০ জানুয়ারি ২০২৫

ছোট পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে বাংলাদেশের হার

ব্যাটারদের ব্যর্থতায় আগে ব্যাটিং করে একশ রানও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে বোলারদের নৈপুণ্যে এই রান তাড়া করতে নেমে বেশ চাপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ছোট পুঁজি নিয়ে তুমুল লড়াই করে একটা সময় জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল বাংলার মেয়েরা। কিন্তু শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ে অজিরা।

সোমবার মালয়েশিয়ার বাঙ্গিতে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে বাংলাদেশের দুই ব্যাটার ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি আর কেউ। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা করে ১৩ বলে ১৩ রান। এরপর ৪৭ রানে পঞ্চম উইকেটের পতনের পর ৩৪ বলে ২৯ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নেন আফিয়া আশিমা।

রান তাড়ায় শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। একটা সময় পর্যন্ত সহজ জয়ের পথেই ছিল তারা। অষ্টম ওভারের শেষ বলে ৫০ রানে তাদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপরই তাদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে জয়ের ভালো সম্ভাবনাও তৈরি করে।

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রাহক ৩০ রান করা লসি হ্যামিল্টন যখন সাজঘরে ফেরেন তখন তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৬৭ রান। তবে সাত নম্বরে নামা এলা ব্রিস্কোর ২২ বলে অপরাজিত ১১ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন জান্নাতুল মাওয়া।

আগামী বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন: