রোমাঞ্চকর ম্যাচে সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

২০ জানুয়ারি ২০২৫

রোমাঞ্চকর ম্যাচে সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

জাকের আলী আরিফুল হকের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। মুস্তাফিজুর রহমানের শেষ ওভারে দরকার ছিল ২২ রান। প্রথম দুই বলে চার-ছক্কা হাঁকিয়ে সে পথে এগুচ্ছিল দলটি। কিন্তু শেষ হাসি হেসেছে ঢাকা ক্যাপিটালস। রানের জয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে লিটন দাসের ৭০ রানের ইনিংসের ওপর ভর করে উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় ঢাকা। জবাবে সিলেটের ইনিংস থামে উইকেটে ১৯০ রানে।

শেষ ওভারে সিলেটের জয়ের জন্য দরকার ছিল ৭২ রান। কঠিন সমীকরণকে নাগালের মধ্যে নিয়ে আসতে ঢাকার বোলারদের ওপর তাণ্ডব শুরু করেন জাকের আরিফুল। ১৩ বলে ২৮ রান করা জাকের ফেরার পর শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ রানের। মুস্তাফিজের করা ওভারের প্রথম বলে ছক্কা দ্বিতীয় বলে চার হাঁকিয়ে তা আর কমিয়ে আনেন সামিউল্লাহ শেনওয়ারি। মাঝের একটি বল ওয়াইড হওয়ায় চার বলে দরকার ছিল ১১ রান। তবে চতুর্থ বলে ১৩ বলে ২৯ করা আরিফুল এবং পঞ্চম বলে শেনওয়ারি (১২) রান আউট হলে তা আর পূরণ করতে পারেনি সিলেট।

টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকার হয়ে এই ম্যাচে আবারও জ্বলে ওঠেন লিটন। আগের ম্যাচে ব্যর্থ হওয়া ডানহাতি এই ব্যাটার শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন। সঙ্গীদের আসা-যাওয়ার মাঝে ৩৮ বলে তুলে চার ছক্কায় তুলে নেন ফিফটি। পঞ্চম উইকেটে অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে ৮১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। শেষ পর্যন্ত তাকে থামান রুয়েল মিয়া। লিটন তার ৪৮ বলের ইনিংসটি সাজান ৪টি করে চার ছক্কায়। পেরেরা করেন ১৭ বলে ৩৭ রান।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। ৩২ রানের মধ্যে জর্জ মানসি () জাকির হাসানের () উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেটে অ্যারন জোন্সকে নিয়ে ৮০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন রনি। ৩৩ বলে চারে ডানহাতি এই ব্যাটার তুলে নেন চলতি আসরে নিজের তৃতীয় ফিফটি। জোন্স ফেরেন ৩২ বলে ৩৬ রান করে। সঙ্গীর বিদায়ের পর ৪৪ বলে চারে ৬৮ রান করা রনি সাজঘরে ফিরলে ক্রিজে এসে ঝড় শুরু করেন আরিফুল। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি সিলেট অধিনায়ক।

ম্যাচে দ্বিতীয় জয়ে পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে উঠে এসেছে ঢাকা। টানা তৃতীয় হারে এক ম্যাচ কম খেলা সিলেটের অবস্থান তালিকার তলানিতে।

মন্তব্য করুন: