বিজয়কে সরিয়ে রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন
২০ জানুয়ারি ২০২৫
গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি এনামুল হক বিজয়। এবার তার পরদিনই ডানহাতি এই ব্যাটারকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির নতুন অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়ক পরিবর্তনের বিষয়টি জানায় রাজশাহী। মূলত বিজয়ের ওপর থেকে থেকে চাপ কমিয়ে তাকে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রোববার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে ১০০ রানে অপরাজিত থাকা বিজয় শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। রোমাঞ্চকর ম্যাচটি রাজশাহী হেরে যায় ৭ রানে।
বিজয়কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে রাজশাহীর ফেইসবুক পোস্টে বলা হয়, “ওই ম্যাচের (খুলনার বিপক্ষে) পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।”
চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন বিজয়। ৮ ম্যাচে ৫৪ গড় এবং ১৪১ দশমিক ৪৮ স্ট্রাইক-রেটে ডানহাতি এই ব্যাটারের রান ৩২৪। ফিফটি হাঁকিয়েছেন দুটি ও সেঞ্চুরি একটি। বর্তমানে আছেন রান-সংগ্রাহকের তালিকার দুই নম্বরে।
অন্যদিকে বল হাতে প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করছেন রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে ডানহাতি এই পেসার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। বিপিএলের গত আসরেও টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব পেয়েছিলেন তিনি। সেবার দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিলেন তাসকিন।
তবে ব্যক্তিগত পারফরম্যান্সে বিজয় ও তাসকিন আলো ছড়ালেও দলগত পারফরম্যান্সে এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে নেই রাজশাহী। ৮ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে দলটি।
মন্তব্য করুন: