চোট শঙ্কা কাটিয়ে শ্রীলঙ্কা সফরে স্মিথ

২০ জানুয়ারি ২০২৫

চোট শঙ্কা কাটিয়ে শ্রীলঙ্কা সফরে স্মিথ

কনুইয়ের চোটের কারণে শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল স্টিভেন স্মিথের। তবে সেই শঙ্কা কাটিয়ে অস্ট্রেলিয়া দলে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছেন এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই তারকা ব্যাটার।

গত শুক্রবার বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে ফিল্ডিংয়ে বল থ্রো করার সময় ডান কনুইতে চোট পান স্মিথ। ২০১৯ সালে এই হাতে তাকে একবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। নতুন করে পাওয়া চোটের অবস্থা জানতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য দেশেই থেকেই যান ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সোমবার দলের সঙ্গে দুবাইয়ের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সবুজ সংকেত পান স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ হতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতির জন্য চলতি সপ্তাহের পরের দিকে ব্যাটিংয়ে ফিরতে পারেন স্মিথ।

পিতৃত্বকালীন ছুটিতে থাকা নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্মিথকে আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া হয়।

ছুটির কারণে এই সিরিজ খেলতে না পারা কামিন্স বাঁ পায়ের গোঁড়ালির চোটে ভুগছেন। চোট নিয়েই চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছেন ডানহাতি এই পেসার। সিরিজে সবচেয়ে বেশি বোলিং করেছিলেন তিনি।

চোট থাকলেও কামিন্সকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোটের সবশেষ অবস্থা জানতে চলতি সপ্তাহে অজি অধিনায়ক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন বলে সিএ -এর বিবৃতিতে জানানো হয়।

মন্তব্য করুন: