এক যুগ পর রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি

২১ জানুয়ারি ২০২৫

এক যুগ পর রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি

রোহিত শর্মার পর এবার রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলিও। ১২ বছর পর ভারতের প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে মাঠে নামবেন এই তারকা ব্যাটার। ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লির কোচ।

আগামী ৩০ জানুয়ারি রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডে রেলওয়েসের বিপক্ষে খেলবেন কোহলি। এর আগে আগামী বৃহস্পতিবার প্রায় ১০ বছর পর এই টুর্নামেন্টে মাঠে নামবেন রোহিত। ভারতের টেস্ট ওয়ানডে অধিনায়ক খেলবেন মুম্বাইয়ের হয়ে।

রঞ্জি ট্রফিতে কোহলি সবশেষ খেলেছেন ২০১২ সালের নভেম্বরে, উত্তর প্রদেশের বিপক্ষে। সে সময় দলটির অধিনায়ক ছিলেন বীরেন্দ্র শেবাগ। সে সময় ডানহাতি এই মারকুটে ওপেনারের সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধতেন ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর। সেই ম্যাচে দুই ইনিংসে ১৪ ৪৩ রান করেন কোহলি।

সে সময় এই তারকা ব্যাটারের টেস্ট ক্যারিয়ার ছিল ১০ ম্যাচের। এক যুগের বেশি সময় পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনের সময় ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার খেলে ফেলেছেন ১২৩ টেস্ট।

গত সপ্তাহে ভারতীয় দলে শৃঙ্খলা ফেরাতে প্রথম শ্রেণিরসহ ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্দেশনা না মানলে আইপিএলে নিষিদ্ধসহ বিভিন্ন শাস্তির কথা বলা হয় সেখানে।

এরপর থেকেই টেস্ট দলের নিয়মিত সদস্যদের রঞ্জি ট্রফিতে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। রোহিত ছাড়াও এরই মধ্যে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচের জন্য রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা শুবমান গিল খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম শেষ টেস্টের পর থেকে ঘাড়ের সমস্যায় ভোগা কোহলি এই রাউন্ডের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

মন্তব্য করুন: