লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেতৃত্বে পান্ত
২১ জানুয়ারি ২০২৫
গত বছর মেগা নিলামের আগেই নিয়মিত অধিনায়ক লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এবার চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করবেন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার রিশাভ পান্ত।
গত নভেম্বরে সৌদি আরবে নিলামে রেকর্ড ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নেয় লক্ষ্ণৌ। এর আগে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ছিলেন পান্ত। সোমবার নতুন দায়িত্ব পেয়েই ফ্র্যাঞ্চাইজিটির জন্য সামর্থ্যের সবটুকু দেওয়ার কথা জানান এই উইকেটকিপার-ব্যাটার।
“এলএসজি পরিবারকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। আমি আমার দুইশ শতাংশ দেব এবং এটা আপনাদের কাছে আমি কথা দিচ্ছি। আমি আমার সক্ষমতার পুরোটা দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। নতুন শক্তি নিয়ে একটি নতুন শুরু করার জন্য মুখিয়ে আছি। মাঠে দারুণ সময় কাটানোর পাশাপাশি অনেক মজা করব।”
২০২২ সালে আইপিএলে যুক্ত হওয়া লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিটির প্রথম তিনটি মৌসুমে নেতৃত্বে ছিলেন রাহুল। তার অধীনে প্রথম দুই মৌসুমে প্লে-অফ পর্যন্ত গেলেও গত মৌসুমে তারা আসর শেষ করে তালিকার সাত নম্বরে থেকে।
অন্যদিকে ২০১৬ সাল থেকে দিল্লির হয়ে খেলা পান্ত ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব পান ২০২১ সালে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে যাওয়ায় ২০২৩ সালের আইপিএলে তিনি খেলতে পারেননি। সবশেষ মৌসুমে পান্তের নেতৃত্বে তালিকার ছয় নম্বরে থেকে আসর শেষ করে দিল্লি।
আগামী ২১ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর।
মন্তব্য করুন: