এবার সাদা বলে উপভোগ্য ক্রিকেট উপহার দিতে চান ম্যাককালাম
২১ জানুয়ারি ২০২৫
টেস্টের পর গত বছরই ইংল্যান্ডের সাদা বলের দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ভারতের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের তিন ফরম্যাটের দায়িত্বে এখন তিনি। এরই মধ্যে নিউ জিল্যান্ডের সাবেক এই মারকুটে ব্যাটার প্রতিশ্রুতি দিয়েছেন যে, টেস্টের মতো এই দলেও থাকবে আক্রমণাত্মক ক্রিকেটের ছোঁয়া।
২০২২ সালে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের খেলার ধরন আমূলে বদলে দেন ম্যাককালাম। সাদা পোশাকের চিরায়িত রক্ষণাত্মক মেজাজের মানসিকতা থেকে দলের মধ্যে আক্রমণাত্মক ক্রিকেটের মানসিকতা নিয়ে আসেন তিনি।
ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা ব্যর্থতার পর গত বছর জুলাইয়ে ইংল্যান্ডের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ম্যাথিউ মট। এরপর এই দুই দলের দায়িত্ব ম্যাককালামকে দেওয়া হলেও তার মেয়াদ শুরু হবে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে।
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে সোমবার নতুন দায়িত্বে ম্যাককালাম বলেন, “অবশ্যই আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই এবং সফল হওয়ার চেষ্টা করতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি চাই আমরা এমন ধরনের ক্রিকেট খেলি, যা দর্শকদের দেখার জন্য উপভোগ্য হয়। আমাদের যে প্রতিভা রয়েছে, তাতে এর কোনো কারণ নেই যে, আমরা এটি করতে পারব না।”
“আমাদের ব্যাটিং লাইনআপ বিশ্বের যেকোনো দলের মতোই শক্তিশালী। আমাদের কাছে দারুণ স্পিনার, দুর্দান্ত ফিল্ডার এবং এমন বোলার আছে যারা বল দিয়ে রকেট গতিতে আঘাত হানতে পারে। এ ধরনের অপশন থাকা মানে হলো বিনোদন দেওয়া এবং নিজেকে সাফল্যের সর্বোচ্চ সুযোগ তৈরি করে দেওয়া।”
বুধবার কলকাতায় শুরু হবে দু’দলের টি-টুয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগের দিন হ্যারি ব্রুককে সহ-অধিনায়ক করে একাদশ ঘোষণা করে ইংলিশরা। এই সিরিজ শেষে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে তারা।
প্রথম টি-টুয়েন্টিতে ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেইমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
মন্তব্য করুন: