উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশের মেয়েরা

২২ জানুয়ারি ২০২৫

উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশের মেয়েরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। তবে ব্যাট হাতে সংগ্রহটা গড়ল আগের ম্যাচের চেয়েও কম। কিন্তু নাহিদা আক্তার-রাবেয়া খানদের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে ধসে পড়ল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং-অর্ডার। ৬০ রানের জয়ে সিরিজে সমতায় আনার পাশাপাশি সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ টিকিয়ে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেন্ট কিটসে অধিনায়ক জ্যোতির ফিফটিতে ১৮৪ রানে অলআউট হয় বাংলার মেয়েরা। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। মেয়েদের ক্রিকেটের যে কোনো ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে শুরু হতে যাওয়া এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে আট দল নিয়ে। এর মধ্যে স্বাগতিক দেশসহ উইমেনস চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয়টি দল টুর্নামেন্টে সরাসরি জায়গা পাবে।

ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ২৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২১। ইতোমধ্যে সব ম্যাচ (২৪টি) খেলে ফেলা নিউ জিল্যান্ডেরও পয়েন্ট ২১। তবে নেট রান-রেটে (+.১২৯) এগিয়ে থাকায় ছয় নম্বরে আছে কিউইরা। ফলে বাংলাদেশ শেষ ম্যাচ জিতলেই অথবা ম্যাচের কোনো ফল না এলেও তাদের টপকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে অধিনায়ক জ্যোতি ছাড়া স্বাগতিকদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি আর কেউই। একপ্রান্ত আগলে রেখে ১২০ বলে চারে সর্বোচ্চ ৬৮ রান করেন তিনি। চতুর্থ উইকেটে সোবাহানা মোস্তারিকে (২৩) নিয়ে ৫১ এবং ষষ্ঠ উইকেটে ফাহিমাকে (২১) নিয়ে ৩৮ রানের জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দিতে সাহায্য করেন জ্যোতি।

গত ম্যাচে ১৯৮ রান করা বাংলাদেশকে উইকেটে উড়িয়ে সিরিজে দারুণ শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে তার চেয়েও কম লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের ব্যাটিং-অর্ডার ভেঙে দিয়ে উইকেট শিকার করে ম্যাচসেরা হন নাহিদা। বাকি দুই লেগ-স্পিনার রাবেয়া ফাহিমা খাতুনে শিকার ধরেন দুটি করে। আর গতি দিয়ে দুই ব্যাটারকে ফেরান মারুফা আক্তার।

একই মাঠে বাংলাদেশ সময় শনিবার রাতে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুদল। তবে এই ম্যাচে হেরে গেলেও বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে দলের বাছাইপর্বে খেলতে হবে জ্যোতি-নাহিদাদের। সেখান থেকে দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট।

মন্তব্য করুন: